সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
খল চরিত্রে নওয়াজ
পরিচালক,প্রযোজক দীনেশ বিজনের পরবর্তী ছবির পরিকল্পনা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভৌতিক ঘরানার এই ছবিতে থাকবে কমেডির ছোঁয়া। এই ছবিতে দর্শক প্রথমবার দেখতে চলেছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা-এর জুটিকে। প্রাথমিক ভাবে ছবির নাম 'ভ্যাম্পায়ারস অব বিজয়গর' ঠিক হয়েছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আদিত্য সরপোতদার। দীনেশ বিজনের প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস-এর ব্যানারে মুক্তি পাবে ছবিটি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিতে খল নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।
রোম্যান্সে নারাজ শাহরুখ
পরিচালক নিখিল আডবানীর সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন শাহরুখ খান। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক শাহরুখের সম্পর্কে এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, "শাহরুখ প্রেমের গল্পে কাজ করতে চাইতেন না। সবসময় দেশপ্রেম বা অ্যাকশন ঘরানার ছবিতেই নিজেকে দেখতে চাইতেন। কিন্তু দর্শকের পছন্দ ছিল শাহরুখের রোম্যান্স। তাই শুরুতে এক প্রকার বাধ্য হয়েই প্রেমের গল্পে অভিনয় করতেন।"
নাচতে গিয়ে বেহাল বিদ্যা!
'ভুল ভুলাইয়া ৩'-এর বিশেষ আকর্ষণ হিসাবে একফ্রেমে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে। ছবির গান 'আমি যে তোমার'-এও নাচতে দেখা যাবে তাঁদের। ছবির প্রচারে এই গানের সঙ্গে নাচতে দেখা যায় মাধুরী ও বিদ্যাকে। এদিকে মঞ্চে পা ফসকে পড়ে যান বিদ্যা। কিন্তু তাতেও বিন্দুমাত্র নজর না দিয়ে নাচের তালে বিষয়টি এড়িয়ে যান তিনি। সম্প্রতি, এই ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিদ্যার এই নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
