নীরজ ঘাইওয়ানের ছবি ‘হোমবাউন্ড’ বর্তমানে আইনি সমস্যায় পড়েছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঈশান খট্টর ও বিশাল জেঠওয়া। করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ছবির বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছে। সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা দাবি করেছেন, ছবিটি তাঁর ২০২১ সালে প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে নকল করা হয়েছে। বর্তমানে ছবিটি নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে ইমেলে পূজা জানান, তাঁর আইনজীবী ইতিমধ্যেই ধর্মা প্রোডাকশনসের কাছে আইনি নোটিস পাঠিয়েছেন। তাঁর বক্তব্য, বই ও ছবির মধ্যে মিল শুধু বিষয়বস্তুর নয়। বরং গল্প বলার ধরন, দৃশ্য এবং সংলাপেও স্পষ্ট মিল রয়েছে।
লেখিকা বলেন, তাঁর উপন্যাস এবং ছবিটি, দুই-ই ২০২০ সালের কোভিড-১৯ সময়কালে পরিযায়ী শ্রমিকদের দুর্দশাকে কেন্দ্র করে তৈরি। তবে তাঁর দাবি, মিল এখানেই শেষ নয়। ছবির অনেক অংশ তাঁর বই থেকে সরাসরি নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
‘হোমবাউন্ড’ দেখার পর ১৫ অক্টোবর তাঁর আইনজীবী একটি আইনি নোটিশ পাঠান। সেখানে দৃশ্য ধরে ধরে দেখানো হয়েছে কীভাবে ছবিটি তাঁর মেধাস্বত্ব লঙ্ঘন করেছে। পূজার অভিযোগ, প্রযোজনা সংস্থা সেই নোটিশের জবাবে অভিযোগ মানতে অস্বীকার করেছে এবং এখনও নেটফ্লিক্সে ছবিটি দেখানো হচ্ছে।
ইমেলে তিনি লেখেন, “ছবিটি দেখে আমি বুঝেছি যে শুধু আমার বইয়ের নামই ব্যবহার করা হয়নি, ছবির দ্বিতীয়ার্ধে আমার উপন্যাসের গল্প, দৃশ্য, সংলাপ এবং ঘটনাক্রম অনেকটাই ছবিতে তুলে ধরা হয়েছে।”
তিনি আরও জানান, একজন লেখক হিসাবে নিজের কাজ রক্ষা করতেই তিনি আইনি পথে হাঁটতে বাধ্য হয়েছেন। তাঁর কথায়, “আমি জানি, বড় সংস্থার বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয়। কিন্তু কোনও লেখকের কাজ অনুমতি ছাড়া ব্যবহার হলে, তার প্রতিবাদ করা জরুরি।”
এখনও পর্যন্ত ধর্মা প্রোডাকশনস বা নেটফ্লিক্স, কেউই এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
সব বিতর্কের মধ্যেও ‘হোমবাউন্ড’ বড় সাফল্য পেয়েছে। ছবিটি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছে। অস্কার ২০২৬-এর মনোনয়নের জন্য নির্বাচিত শেষ ১৫টি ছবির মধ্যে এটি রয়েছে।
এই তালিকায় আরও রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির বেশ কয়েকটি আলোচিত ছবি।
হোমবাউন্ড ছবির গল্প দুই বন্ধু শোয়েব (ঈশান খট্টর) ও চন্দন (বিশাল জেঠওয়া)-কে ঘিরে। পুলিশের চাকরি পাওয়ার স্বপ্ন কীভাবে তাদের জীবন ও সম্পর্ককে প্রভাবিত করে, সেটাই ছবির মূল বিষয়। বন্ধুত্ব, দায়িত্ব এবং সমাজের চাপ, এই বিষয়গুলো ছবিতে তুলে ধরা হয়েছে। জাহ্নবী কাপুর ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
এর আগে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি ভাল প্রশংসা পায়। পরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি দর্শকদের মন জয় করে এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ডে দ্বিতীয় স্থান অর্জন করে।
