গায়ক আরমান মালিক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার খবর দিয়ে অনুরাগীদের উদ্বিগ্ন করে তুলেছেন। তিনি জানান, অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। যদিও ঠিক কী কারণে হাসপাতালে যেতে হয়েছিল, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেননি আরমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, গত কয়েক দিন শারীরিকভাবে ভাল কাটেনি। হাসপাতাল থেকে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে হাতে স্যালাইনের লাইন দেখা যায়। একই সঙ্গে যদিও আশ্বস্ত করেছেন, এখন তিনি অনেকটাই ভাল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
রবিবার এক্স (প্রাক্তন টুইটার)-এ হাসপাতাল থেকে নিজের একটি ছবি পোস্ট করে আরমান লেখেন, ‘গত কয়েক দিন একদমই ভাল যায়নি, তবে এখন ঠিক আছি। এবার একটু বিশ্রাম নিয়ে নিজেকে আবার গুছিয়ে নেওয়ার সময়।’ এই পোস্ট দেখেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং কমেন্ট বক্স ভরে ওঠে ‘গেট ওয়েল সুন’ ও দ্রুত আরোগ্যের শুভেচ্ছায়।
এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতেও আরমান একটি অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, “এ বছর যাদের যত্ন নেওয়া দরকার, সেই তালিকায় নিজেকেও রাখতে ভুলবেন না।” অনেকের মতে, এই বার্তার মধ্যেই নিজের সুস্থতার গুরুত্ব তুলে ধরেছেন শিল্পী।
প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই অন্য একটি কারণে খবরের শিরোনামে এসেছিলেন আরমান। তিনি অনুরাগীদের উদ্দেশ্যে আবেদন জানান, যেন তাঁকে ও তাঁর দাদা সঙ্গীত পরিচালক-গায়ক আমাল মালিককে একে অপরের সঙ্গে তুলনা করা বন্ধ করা হয়। আরমান লেখেন, তাঁদের দু’জনের পথ আলাদা হলেও একে অপরের সাফল্যে তাঁরা স বসময়ই আনন্দ পান। তুলনার বদলে সবাইকে একসঙ্গে এগিয়ে চলার বার্তাও দেন তিনি।
আরমানের পাশে দাঁড়িয়ে আমালও অনুরাগীদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, ভাইকে আঘাত করা মানে তাঁকেও আঘাত করা। তাঁদের মধ্যে কোনও বিভেদ নেই এবং সকলকে ভালবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আমাল।
আরমান বর্তমানে তাঁর কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছেন। বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও তিনি নিয়মিত কাজ করছেন। এবং বিভিন্ন ভাষায় গান গেয়ে নিজের পরিচিতি আরও বিস্তৃত করছেন। নতুন বছরের জন্য তাঁর ঝুলিতে রয়েছে একাধিক নতুন গান ও প্রোজেক্ট, যা নিয়ে অনুরাগীদের মধ্যেও প্রবল উত্তেজনা। আজকের প্রজন্মের গায়কদের মধ্যে আরমান এক আলাদা জায়গা করে নিয়েছেন। বর্তমানে আরমান বিশ্রামে রয়েছেন এবং সুস্থ হয়ে দ্রুত আবার কাজে ফিরবেন বলেই আশা তাঁর অনুরাগীদের।
