সান বাংলার ধারাবাহিক 'রূপমতী'তে কয়েকদিনের জন্য এসেই নজর কেড়েছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। তাঁকে দেখা যাচ্ছে বিড়াল রাজ্যের রানি হিসেবে। বিড়ালদের রানির চরিত্রে দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অরিজিতা। বিড়াল রানির চরিত্রে অভিনয়ের আগে কেমন প্রস্তুতি ছিল অভিনেত্রীর? 

 

আজকাল ডট ইন-কে অরিজিতা বলেন, "প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। খুব তাড়াতাড়ি কাজের জন্য তৈরি হতে হয়েছে। তবে কয়েকটা জিনিস মাথায় রেখেছিলাম যেমন, বিড়াল মানেই খুব পার্সোনালিটি থাকে, আদুরে হয় কিন্তু সবসময় সেই আদুরে ভাবটা দেখায় না। ওদের বাঘের মাসি বলা হয়, তাই রেগে গেলে কিন্তু সাংঘাতিক রূপ ধারণ করে। এইগুলো মাথায় রেখেই এই চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।"

 

অভিনেত্রীর কথায়, "আসলে অল্পদিনের জন্য ছিল এই চরিত্রটা, তাই ভেবেছিলাম ক্যামিও করলে এরকম ধুমধাম করেই করব। এতে দর্শকের অনেকদিন মনে থাকবে আর আমারও কাজটা করে ভাল লাগবে। একজন অভিনেতা হিসেবে বরাবরই ইচ্ছে ছিল রূপকথার কোনও চরিত্রে নিজেকে দেখব। সেই ইচ্ছেটা পূরণ হতে খুব ভাল লাগছে।"

 


অরিজিতাকে দর্শক এর আগে দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'তে। তার আগে 'অনুরাগের ছোঁয়া'য় 'কুন্তলা কুমার'-এর চরিত্রে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে অভিনেত্রী এবার ফিরতে চান ধারাবাহিকের মূল চরিত্রে। তাঁর কথায়, "নিম ফুলের মধুর পর আমায় একটানা কোনও চরিত্রে দর্শক আর দেখেননি। মাঝে অনেকগুলো কাজ হল। তবে এবার আমিও একটানা চরিত্রের কাজ মিস করছি। তাই এই ধরনের চরিত্রের জন্য অপেক্ষায় আছি।"

 


প্রসঙ্গত, রূপকথার গল্পকে কেন্দ্র করে সান বাংলায় এসেছে 'রূপমতী'। এই ধারাবাহিকে নায়িকা 'রূপমতী'র চরিত্রে দেখা যাচ্ছে জয়িতা সান্যালকে। এর আগে দর্শক তাঁকে পার্শ্বচরিত্রে দেখে থাকলেও, এই প্রথমবার নায়িকা হিসেবে দেখা যাচ্ছে। গল্পে রাজকুমার 'দেবদত্ত'র চরিত্রে আছেন অভিনেতা অয়ন ঘোষ। এর আগে দর্শক তাঁকে দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'ডায়মন্ডদিদি জিন্দাবাদ'-এ। নায়কের চরিত্রে দর্শকের মন কেড়েছিলেন অয়ন। 

 

 

ধারাবাহিকের গল্প অনুযায়ী, রূপনগরে রাজত্বের ওপর পড়েছে রাক্ষসদের কালো ছায়া। রাজ্যাভিষেকের দিন ভাগ্য নেয় নতুন মোড়। রাজকন্যা রূপমতী,জন্ম যার রাজকন্যা হিসেবে, সে নির্বাসিত হয় তপবনে। নিজেকে গড়ে তোলে এক যোদ্ধা হিসেবে। এরপর হঠাৎ সে মুখোমুখি হয় রাক্ষস রানি জটিলার। 'জটিলা'র চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জেসমিন রায়। জটিলার নানা ষড়যন্ত্রের মুখে পড়ে রূপমতী ও দেবদত্ত কী করে নিজেদের বাঁচাবে? সেই নিয়েই এগোচ্ছে গল্প।