অভিনেত্রী অর্চনা পুরণ সিংয়ের ছেলে আয়ুষ্মান শেঠি একটি মজার ঘটনা শেয়ার করেছেন। অর্চনার সর্বশেষ ইউটিউব ভ্লগে তাঁকে, স্বামী পরমিত শেঠি এবং তাঁদের দুই ছেলে আয়ুষ্মান ও আর্যমানের সঙ্গে মুম্বইয়ে মহারাষ্ট্রীয় খাবারের স্বাদ নিতে দেখা যায়। সেই সময়েই আয়ুষ্মান হঠাৎই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বললেন।

খাবার খেতে খেতে আয়ুষ্মান হেসে বললেন, “আমি একবার কেটি পেরির উচ্ছিষ্ট কেক খেয়েছি।” এ কথা শুনে সবাই অবাক হয়ে যান এবং জানতে চান কিভাবে এটা সম্ভব। তখন আয়ুষ্মান বুঝিয়ে বলেন, “আমি তখন ধর্মা প্রোডাকশনে (করণ জোহরের প্রোডাকশন হাউস) কাজ করছিলাম। করণ স্যারের বাড়িতে একটা পার্টি ছিল, যেখানে কেটি পেরিও এসেছিলেন। বিশাল বলিউড পার্টি ছিল সেটা। রাত ১২টার পর কেক আনা হয়েছিল বলে কেউ খায়নি। পরের দিন সকালে সেই কেক অফিসে এল, আর তখনই আমি খেয়েছিলাম কেটি পেরির উচ্ছিষ্ট কেক।”

২০১৯ সালে ওয়ান প্লাস মিউজিক ফেস্টিভ্যাল-এ কনসার্টের জন্য মুম্বইয়ে উপস্থিত ছিলেন কেটি পেরি। সেই সময় করণ জোহরের মুম্বই বিলাসবহুল বাড়িতে আয়োজিত তারকাখচিত পার্টিতেও তিনি যোগ দেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ayushmaan Sethi (@ayushmaansethi)