অভিনেত্রী অর্চনা পুরণ সিংয়ের ছেলে আয়ুষ্মান শেঠি একটি মজার ঘটনা শেয়ার করেছেন। অর্চনার সর্বশেষ ইউটিউব ভ্লগে তাঁকে, স্বামী পরমিত শেঠি এবং তাঁদের দুই ছেলে আয়ুষ্মান ও আর্যমানের সঙ্গে মুম্বইয়ে মহারাষ্ট্রীয় খাবারের স্বাদ নিতে দেখা যায়। সেই সময়েই আয়ুষ্মান হঠাৎই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বললেন।
খাবার খেতে খেতে আয়ুষ্মান হেসে বললেন, “আমি একবার কেটি পেরির উচ্ছিষ্ট কেক খেয়েছি।” এ কথা শুনে সবাই অবাক হয়ে যান এবং জানতে চান কিভাবে এটা সম্ভব। তখন আয়ুষ্মান বুঝিয়ে বলেন, “আমি তখন ধর্মা প্রোডাকশনে (করণ জোহরের প্রোডাকশন হাউস) কাজ করছিলাম। করণ স্যারের বাড়িতে একটা পার্টি ছিল, যেখানে কেটি পেরিও এসেছিলেন। বিশাল বলিউড পার্টি ছিল সেটা। রাত ১২টার পর কেক আনা হয়েছিল বলে কেউ খায়নি। পরের দিন সকালে সেই কেক অফিসে এল, আর তখনই আমি খেয়েছিলাম কেটি পেরির উচ্ছিষ্ট কেক।”
২০১৯ সালে ওয়ান প্লাস মিউজিক ফেস্টিভ্যাল-এ কনসার্টের জন্য মুম্বইয়ে উপস্থিত ছিলেন কেটি পেরি। সেই সময় করণ জোহরের মুম্বই বিলাসবহুল বাড়িতে আয়োজিত তারকাখচিত পার্টিতেও তিনি যোগ দেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ayushmaan Sethi (@ayushmaansethi)
সেখানে উপস্থিত ছিলেন আরও অনেক বলিউড তারকা। যেমন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, করিশ্মা কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, শাহিদ কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, কিয়ারা আডবাণী, সোনাক্ষী সিনহা, আনন্যা পাণ্ডে, সিদ্ধার্থ মালহোত্রা, বিজয় দেবেরকোন্ডা, গৌরী খান এবং আরও অনেকেই।
অর্চনা এবং তাঁর পরিবার ইউটিউবে বেশ সক্রিয়। তাঁরা প্রায়শই ফ্যামিলি ভ্লগ শেয়ার করেন, যেখানে মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁর খাবারের স্বাদ নিয়ে সেগুলির রিভিউ দেন। এছাড়াও তাঁরা দৈনন্দিন জীবনের কিছু মুহূর্তও দর্শকদের সঙ্গে ভাগ করেন।
কাজের দিক থেকে, অর্চনাকে সর্বশেষ শৌনা গৌতমের পরিচালনায় প্রথম ছবি ‘নাদানিয়া’এ দেখা গিয়েছে, যেখানে তিনি মিসেস ব্রিগ্যাঞ্জা মালহোত্রা চরিত্রে অভিনয় করেছেন। এটি ছিল ১৯৯৮ সালের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে তাঁর সেই বিখ্যাত চরিত্রের রিপ্রাইজ।
অন্য দিকে, আয়ুষ্মান তাঁর অভিনেতা হওয়ার স্বপ্নে দৃঢ়ভাবে মনোনিবেশ করছেন। তিনি ফিল্ম এবং ওয়েব সিরিজের জন্য অডিশন দিচ্ছেন। নিজের দক্ষতা দিয়ে আলাদা করে স্বীকৃতি পেতে চাইছেন। সম্প্রতি তিনি নিজের একটি অ্যাপও তৈরি করেছেন।
এখনও অভিনয় জগতে পা না রাখলেও আয়ুষ্মানের জনপ্রিয়তা কিছু কম নয়। তাঁদের ভ্লগের সুবাদে অর্চনা-পুত্রের অনুরাগীর সংখ্যাও দেখার মতো। মা-বাবার পদাঙ্ক অনুসরণ করে কবে তিনি পর্দায় আসবেন, এখন সেটাই দেখার।