নিজস্ব সংবাদদাতা: আধুনিকতার ছোঁয়া যতই আসুক, সংস্কার ও কুসংস্কারের মাঝে আজও আটকে রয়েছেন বহু মানুষ। সমাজের উন্নতি হলেও সত্যি কি চারিত্রিক উন্নতি হচ্ছে? এই প্রশ্ন বড়পর্দায় তুলে ধরতে আসছে প্রযোজনা সংস্থা 'শুকরানা ফিল্মস'। ছবির নাম 'মূত্র বিসর্জন বর্জিত হ্যায়'। ছবির পরিচালনায় সুনিল শুভ্রামণি।
 
 প্রযোজনা সংস্থার প্রথম এই ছবিতে ফুটে উঠবে সমাজের নানা দিক। উঠে আসবে বহু প্রাচীন ইতিহাস। এই ছবি গল্প বলবে অভিশাপ ও শাপমোচনেরও। আগেই ছবির প্রথম ঝলক সামনে এনেছিলেন নির্মাতারা। তবে এবার জানা যাচ্ছে কারা থাকছেন এই ছবিতে। 
 
 সূত্রের খবর, ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আরবাজ খানকে। অন্যদিকে তাঁর বিপরীতে থাকছেন টলিপাড়ার নায়িকা! অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে দেখা যাবে আরবাজ খানের বিপরীতে। জানা যাচ্ছে, ২০২৫-এর শুরুতেই হবে ছবির শুটিং। পায়েল টলিউড ছাড়াও বলিউড এবং দক্ষিণী ছবির পরিচিত মুখ। এবার আরবাজের সঙ্গে সমাজের কোন চিত্র ফুটিয়ে তুলবেন তিনি সেটাই দেখার। 
 
 প্রসঙ্গত, মালাইকার সঙ্গে বিচ্ছেদ এবং ফের বিয়ের পিঁড়িতে যাওয়া নিয়ে আরবাজকে নিয়ে চর্চা চলেছিল নেটিজেনদের মধ্যে। কিন্তু কটাক্ষে কান না দিয়ে অভিনয়কে আঁকড়ে ধরেই তিনি এগিয়েছেন। এবার টলিপাড়ার নায়িকার সঙ্গে জুটিতে কতটা দর্শকের মন জয় করতে পারেন এখন সেটাই দেখার।
