বলিউডের চলচ্চিত্র জগতের অন্যতম প্রভাবশালী ও ভিন্নধারার পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কেরিয়ারের একটি বড় ধাক্কা এবং সেই সংক্রান্ত ক্ষোভ নিয়ে মুখ খুলেছেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বোম্বে ভেলভেট’ ছবিটি তাঁর জীবনের এক মোড় ঘোরানো অধ্যায় ছিল। কিন্তু সেই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর থেকেই অনুরাগের অনুরাগীদের মধ্যে এক নেতিবাচক ধারণা তৈরি হয়। অনেকেই মনে করেন, নির্মাতা করণ জোহরের সঙ্গে হাত মেলানোই ছিল অনুরাগের পতনের মূল কারণ।

 

 

সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অনুরাগ জানান, আজও বহু মানুষ তাঁকে সরাসরি বলেন যে তিনি করণ জোহরের সঙ্গে কাজ করে নিজের আদর্শ ‘বিক্রি’ করে দিয়েছেন। ‘বোম্বে ভেলভেট’-এ করণ জোহর ছিলেন খলনায়কের ভূমিকায়। অনুরাগ কাশ্যপ এবং করণ জোহরকে সাধারণত বলিউডের দুটি ভিন্ন মেরুর প্রতিনিধি হিসেবে দেখা হয়। অনুরাগ যেখানে বাস্তবমুখী এবং অন্ধকার জগতের গল্প বলতে ভালবাসেন, সেখানে করণ জোহর মূলত চাকচিক্যময় ও রোমান্টিক ঘরানার ছবির জন্য পরিচিত। এই দুই আলাদা ঘরাঊমিলনেই সম্ভবত দর্শক মহল আশাহত হয়েছিল।

 


ওই সাক্ষাৎকারে অনুরাগ বলেন, "মানুষের চোখে আমাদের দু'জনকে সবসময় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়েছে। আমার কাজের অনুরাগী যাঁরা ছিলেন, তাঁরা ভেবেছিলেন আমি খুব বড় তারকা এবং করণের প্রভাবে এসে আমার নিজস্বতা হারিয়ে ফেলেছি। আমি বিক্রি হয়ে গিয়েছি।আজও আমাকে শুনতে হয় যে আমার পতনের শুরু হয়েছিল করণের সঙ্গে হাত মেলানোর দিন থেকে।" এই ‘হাত মেলানো’ শব্দটি নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে অনুরাগ বলেন যে এটি স্রেফ একটি সিনেমা ছিল এবং এতে অন্য কোনও গোপন সমীকরণ ছিল না।

 

প্রসঙ্গত, রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মা অভিনীত ‘বোম্বে ভেলভেট’ ছবিটি প্রায় ১০০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল, কিন্তু বিশ্বজুড়ে এটি মাত্র ৪৩ কোটি টাকা আয় করতে পেরেছিল। এই বিশাল ক্ষতির পর অনুরাগের কেরিয়ারে একটা বড় শূন্যতা তৈরি হয়। যদিও পরবর্তীতে তিনি বহু করেছেন, কিন্তু বক্স অফিসের সাফল্য যেন তাঁর কাছ থেকে কিছুটা দূরেই রয়ে গিয়েছে।

 


 

অনুরাগ স্পষ্ট করে দিয়েছেন যে কোনও নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কাজ করলেই সৃজনশীলতা হারিয়ে যায় না। কিন্তু দর্শকছর মনে গেঁথে যাওয়া এই ধারণা বদলানো যে বেশ কঠিন, তা তিনি নিজের অভিজ্ঞতায় বুঝেছেন। বলিউডের ভিতরের সমীকরণ এবং দর্শকের প্রত্যাশার যে ব্যবধান, ‘বোম্বে ভেলভেট’ বিতর্ক যেন তারই এক জ্বলন্ত উদাহরণ হয়ে রয়ে গেল।