নিজস্ব সংবাদদাতা: টলি পাড়ায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক আসার খবর। টিআরপি তালিকায় জায়গা করে নেওয়ার লড়াইয়ে নেমেছে বিনোদন চ্যানেল। এবার এল আরও এক নতুন সুখবর। সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক। আর এই ধারাবাহিকের মাধ্যমে আবারও সান বাংলায় ফিরছেন অভিনেত্রী অ্যানমেরি টম। কিছুদিন আগেই 'সাথী' শেষ হওয়ার খবর এসেছিল। আর এবার শেষের খবর আসতেই নতুন শুরুর সূচনা করলেন অভিনেত্রী। 
টলি পাড়ায় কানাঘুষা শোনা যাচ্ছে এই ধারাবাহিকে অ্যানমেরির সঙ্গে জুটি বাঁধবেন সিদ্ধার্থ সেন। অ্যানমেরি ও সিদ্ধার্থের জুটিকে দর্শক আগে দেখেছিলেন 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে। এই জুটিকে বহুদিন ধরেই আবারও ছোটপর্দায় ফেরানোর অনুরোধ জানাচ্ছিলেন দর্শক। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই কী এই জুটিকে ফেরাচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ? তা যদিও এখনও খোলসা হয়নি। সূত্রের খবর, এক অন্যরকম ভালবাসার ছবি ফুটে উঠবে এই ধারাবাহিকের গল্পে। পরিচালনায় স্বর্ণেন্দু সমাদ্দার।
প্রসঙ্গত, সম্প্রচার শুরু হয়েছে সান বাংলার নতুন ধারাবাহিক 'বসু পরিবার'-এর। এই গল্পের মাধ্যমে ফুটে উঠছে পারবারিক বন্ধন থেকে টানাপোড়েন। সৌরজিৎ বন্দ্যোপাধায় ও শ্রীমা ভট্টাচার্যের জুটিকে প্রথমবার দেখছেন দর্শক। এর মাঝেই নতুন ধারাবাহিকে পুরনো জুটি ফেরার খবরে বেশ খুশি দর্শক মহল।
টলি পাড়ায় কানাঘুষা শোনা যাচ্ছে এই ধারাবাহিকে অ্যানমেরির সঙ্গে জুটি বাঁধবেন সিদ্ধার্থ সেন। অ্যানমেরি ও সিদ্ধার্থের জুটিকে দর্শক আগে দেখেছিলেন 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে। এই জুটিকে বহুদিন ধরেই আবারও ছোটপর্দায় ফেরানোর অনুরোধ জানাচ্ছিলেন দর্শক। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই কী এই জুটিকে ফেরাচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ? তা যদিও এখনও খোলসা হয়নি। সূত্রের খবর, এক অন্যরকম ভালবাসার ছবি ফুটে উঠবে এই ধারাবাহিকের গল্পে। পরিচালনায় স্বর্ণেন্দু সমাদ্দার।
প্রসঙ্গত, সম্প্রচার শুরু হয়েছে সান বাংলার নতুন ধারাবাহিক 'বসু পরিবার'-এর। এই গল্পের মাধ্যমে ফুটে উঠছে পারবারিক বন্ধন থেকে টানাপোড়েন। সৌরজিৎ বন্দ্যোপাধায় ও শ্রীমা ভট্টাচার্যের জুটিকে প্রথমবার দেখছেন দর্শক। এর মাঝেই নতুন ধারাবাহিকে পুরনো জুটি ফেরার খবরে বেশ খুশি দর্শক মহল।
