সিরিজ পরিচালনায় আসছেন অনীক দত্ত। আজকাল ডট ইনের কাছে প্রথম এই খবর জানিয়েছেন অপরাজিত পরিচালক। সত্যজিৎ রায়ের কর্ম এবং ব্যক্তিজীবনের উপরে তৈরি তাঁর শেষ ছবি দু’বছর আগে মুক্তি পেয়েছে। কিন্তু নন্দনে অপরাজিত জায়গা করে নিতে পারেনি। সুখবর, দু’বছর পরে আগামী ২৪ এপ্রিল নন্দন ৩-এ বিকেল ৫টায় দেখানো হবে। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়নের এক চলচ্চিত্র উৎসবে। স্বাভাবিক ভাবেই অনীকের অনুরাগী এবং বাঙালি দর্শকমহল খুব খুশি। সেই রেশ থাকতে থাকতেই তারকা পরিচালকের আগামী পরিকল্পনা নতুন করে উজ্জীবিত করেছে অনুরাগীদের।

এর আগে সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন পরিচালক। বলিউডের বিশাল ভরদ্বাজ তাঁর আগামী ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁকে। অনীক সেই ডাকে সাড়া দেননি। অভিনয়ের প্রস্তাব অবশ্য নতুন নয় তাঁর কাছে। বহু বছর ধরে বিভিন্ন পরিচালক তাঁকে এই প্রস্তাব দিয়েছেন। নিজের কাজের খাতিরে সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করতে হয়েছে তাঁকে। বিশালের আগে আদিত্য বিক্রম সেনগুপ্ত তাঁকে অভিনয়ের জন্য ডেকেছিলেন। অনীক তাঁকেও ফিরিয়ে দিয়েছেন।

আজকাল ডট ইনকে তিনি বলেছেন, ‘‘ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজনায় আমার আগামী ছবি ‘যত কাণ্ড কলকাতা’য় আসছে। ছবির পোস্ট প্রোডাকশন বিশেষ কারণে আটকে রয়েছে। সেই অবসরে তিনটি কাজ নিয়ে ভাবছি। তার মধ্যে একটি সিরিজ রয়েছে। এর প্রযোজনা অন্য প্রযোজক করছে। ইতিমধ্যেই গল্প শুনে ওয়েব প্ল্যাটফর্ম হ্যাঁ করেছে।’’ তবে সিরিজের নাম, বিষয়, অভিনেতা এবং ওটিটি প্ল্যাটফর্মের নাম— কিছুতেই জানাতে চাননি তিনি। কারণ, সবটাই তাঁর ভাবনার স্তরে রয়েছে।

এও জানা গিয়েছে, সিরিজে তিনি শো রানার হিসেবে থাকবেন। পর্ব পরিচালক হিসেবে হয়ত তাঁর সহকারী এক পরিচালক থাকবেন।