নিজস্ব সংবাদদাতা: বাগদানের মাস ঘুরতে না ঘুরতেই হবু স্ত্রী অনন্যাকে নিয়ে অতিষ্ট সুকান্ত। মানসিক অত্যাচার চলছে তাঁর ওপর, এই কথা আর লুকিয়ে রাখলেন না সুকান্ত কুণ্ডু। প্রকাশ্যে সবটা জানালেন সকলকে। অনন্যার ব্যবহার তুলে ধরলেন সবার কাছে।
প্রেম পর্বের কিছুদিনের মধ্যেই ফেব্রুয়ারি মাসে বাগদান সারেন অনন্যা এবং সুকান্ত। আগামী বছর চারহাত এক করার ভাবনা-চিন্তা রয়েছে এই তারকা জুটির। তবে তার আগেই দাম্পত্য কলহ, অনন্যার ব্যবহার আর মেনে নিতে পারছেন না সুকান্ত। প্রতি মুহূর্তে সহ্য করতে হচ্ছে অপমান, চলছে মানসিক অত্যাচার। তবে আর চুপচাপ সহ্য করা নয়, এবার বাধ্য হয়ে মুখ খুললেন সুকান্ত।
কী ভাবছেন? জীবনের নতুন অধ্যায় শুরু করার কিছুদিনের মধ্যেই এই অবস্থা? আসলে এই ঘটনাটা বাস্তবে নয়, ঘটেছে পর্দায়। ১১ এপ্রিল 'হইচই'তে মুক্তি পেতে চলেছে 'লজ্জা ২'। এই ওয়েব সিরিজের প্রচার করতেই দেখা গেল সুকান্ত ও অনন্যাকে। যে ভিডিওর মাধ্যমে তাঁরা বার্তা দিতে চেয়েছেন, শুধু নারীরাই নন, এই ধরনের অত্যাচারের শিকার হন পুরুষরাও।
বাস্তবে তাঁরা দারুন খুশি, কিছুদিন আগেই জমজমাট ভাবে সুকান্তর জন্মদিন পালন করেছেন অনন্যা এবং দুই পরিবার। অনন্যা গুহকে দর্শক ছোটপর্দা এবং বড়পর্দায় নানা চরিত্রে অভিনয় করতে দেখলেও, অনন্যা-সুকান্ত জুটিকে এইভাবে অভিনয় করতে প্রথমবার দেখলেন দর্শক।
এই মুহূর্তে অনন্যা ব্যস্ত রয়েছেন জি বাংলার 'মিত্তির বাড়ি' ধারাবাহিক নিয়ে। তবে শুটিংয়ের ব্যস্ততার মাঝেও ব্লগিং চালিয়ে যান অনন্যা-সুকান্ত।
