সংবাদ সংস্থা মুম্বই: চলতি বছর নতুন সদস্য এসেছে ধাওয়ান পরিবারে। বিয়ের তিন বছর পর বাবা হয়েছেন বরুণ ধওয়ান। গত জুনে এক কন্যাসন্তানের জন্ম দিলেন স্ত্রী নাতাশা দালাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্তানধারণের খবর প্রথম জানান বরুণ-নাতাশা। স্ত্রীকে জড়িয়ে অনাগত গর্ভস্থ সন্তানকে আদরে ভরিয়ে দিচ্ছেন হবু বাবা। মনোক্রোম এই ছবি সে দিন সবার মন কেড়ে নিয়েছিল। তার পর থেকে হবু মা-বাবা যখনই ছবি দিয়েছেন, অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি'তে অতিথি শিল্পী হিসাবে হট সিটে বসেছিলেন বরুণ। খেলার মাঝে অমিতাভ বচ্চনের কাছে সন্তানকে মানুষ করার কিছু টিপস চাইলেন 'বেবি জন'-এর নায়ক।

 

'সিটাডেল: হানি বানি' ওয়েব সিরিজের প্রচারে 'কেবিসি'তে হাজির হয়েছিলেন বরুণ। সঙ্গে ছিলেন সিরিজের পরিচালক দুটি রাজ ও ডিকে। খেলা চলার ফাঁকে দর্শকের উদ্দেশ্যে আমি তার জানান যে চলতি বছরের দিপাবলীর বোনের জন্য ভীষণ স্পেশ্যাল। কারণ, নতুন বাবা হয়েছেন বলি-তারকা। তাঁর ঘরে 'মা লক্ষ্মী' এসেছেন। 'বদলাপুর-এর নায়কের কন্যাসন্তানের নামও জিজ্ঞেস করেন 'বিগ বি'। জবাবে একগাল হেসে অভিনেতা জানান, তাঁর মেয়ের নাম এখনই প্রকাশ্যে বলতে চান না তিনি।

 

এরপরেই অমিতাভের থেকে সন্তান বড় করার টিপস চেয়ে বসেন বরুণ। 'শাহেনশাহ'কে তিনি জিজ্ঞেস করেন কীভাবে কাজ ও পরিবার এত বছর ধরে সামলে আসছেন তিনি? জবাবে মুচকি হেসে অমিতাভ বলেন, "সুখী জীবনের একটা গোপন চাবিকাঠি দিচ্ছি। নিজের স্ত্রীকে খুশি রাখো। ব্যস! তাহলেই হবে। তোমার স্ত্রী যদি খুশি থাকেন তাহলে সংসারে সব কিছু জায়গামতো থাকবে নিয়ম মত চলবে পরিবেশ আনন্দে থাকবে। আর তার মাকে খুশি থাকতে দেখলে সন্তানও আনন্দে থাকবে। মনে রাখবে, সংসারে বউ-এর কথাই শেষ কথা। এটা কখনওই ভুলবে না।"