নিজস্ব সংবাদদাতা, মুম্বই: সম্প্রতি ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছে নাতাশা স্ট্যানকোভিচের। বিয়ের চার বছরের মাথায় সম্পর্কে ইতি টানেন তারকা দম্পতি। হার্দিকের আগে ছোট পর্দার অভিনেতা আলি গনির সঙ্গে সম্পর্ক ছিল নাতাশার। একটি নাচের রিয়েলিটি শো-এ অংশ নেওয়ার পর সেই সম্পর্কও আর টেকেনি। সম্প্রতি নাতাশার সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে কোন কারণ ছিল, তা নিয়ে মুখ খোলেন আলি গনি।
২০১৪ সালে টিভি অভিনেতা আলি গনির সঙ্গে নাতাশার প্রেমের সম্পর্কের সূচনা হয়। এক আত্মীয়র মাধ্যমে নাতাশার সঙ্গে আলাপ হয় আলির। প্রথমে বন্ধুত্ব আর তারপর ধীরে ধীরে প্রেম। প্রথম দিকে সব কিছু ঠিকঠাকই চলছিল। শোনা যায়, যুগল একসঙ্গে লিভ ইনও করতেন। ‘নাচ বলিয়ে ৯’-এ দু’জনকে দেখা গিয়েছিল। কিন্তু তারপরই সম্পর্কে চিড় ধরতে শুরু করে। প্রায় এক বছর একসঙ্গে থাকার পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ঠিক কী কারণে তাঁদের ব্রেকআপ হয়েছিল তা নিয়ে আলি কিংবা নাতাশা কেউই কখনও প্রকাশ্যে কথা বলেননি। এতদিনে সেই বিচ্ছেদের কারণই ফাঁস করলেন আলি!
সম্প্রতি ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে হাজির হয়েছিলেন আলি গলি। সেখানেই তাঁর আগের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে কথা বলেন অভিনেতা। সরাসরি নাতাশার নাম না নিয়েই তিনি জানান যে তাঁর পরিবারের সঙ্গে প্রাক্তন প্রেমিকা থাকতে চাননি। আলির কথায়, “ও আমাকে বলেছিল, আমরা যখন ভবিষ্যতে বিয়ে করব তখন পরিবারের থেকে আলাদা থাকব। আমি এতে রাজি ছিলাম না।”
পরিবারকে সঙ্গে নিয়েই থাকতে ভালোবাসেন হিন্দি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলি গনি। তাই পরিবারকে ছেড়ে প্রেমিকার সঙ্গে ঘর বাঁধতে চাননি তিনি। তাঁর বক্তব্য, “আমি যেখানে যাব পরিবারকে সঙ্গে নিয়েই যাব। যাই হয়ে যাক আমি পরিবারকে ছাড়তে পারব না।” এর আগেও এক সাক্ষাৎকারে নাতাশার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ জানিয়েছিলেন আলি। সেসময় অভিনেতা বলেছিলেন, দু’জনের মধ্যে সাংস্কৃতিক পার্থক্যেই ছিল তাঁদের বিচ্ছেদের কারণ। তিনি কেবল একজন ভারতীয় মেয়ের সঙ্গেই থাকতে চান।
বর্তমানে টিভি জগতের অভিনেত্রী জাসমিন ভাসিনের সঙ্গে সম্পর্কে রয়েছেন আলি গনি। যুগল দ্রুত বিয়েরও পরিকল্পনা করছেন। বিগ বস ১৪-এ আলি এবং জাসমিন একসঙ্গে অংশ গ্রহণ করেছিলেন। সমাজমাধ্যমে প্রায়ই আলির পরিবারের সঙ্গে জাসমিনের ছবি দেখা যায়।
