নিজস্ব সংবাদদাতা: পুজোর গন্ধে ম-ম করছে চারপাশ। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। উৎসবের এই আবহে মুক্তি পেল সমু মিত্রের নতুন পুজোর মিউজিক ভিডিও 'দুর্গা পুজো সবার'। মিউজিক ভিডিওটি পরিচালনা ও প্রযোজনা-দুইয়েরই দায়িত্ব সামলেছেন তিনি। 'দুর্গা পুজো সবার' জন্য এই প্রথম জুটি বাঁধলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শান। প্লুটো মিউজিক-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেল এই গানের মিউজিক ভিডিও।
মিউজিক ভিডিওটি নিয়ে সমু মিত্র বললেন, “আমাদের তৈরি এই মিউজিক ভিডিও জাতি-ধর্ম নির্বিশেষে দুর্গা পুজোকে কেন্দ্র করে ঘটা সার্বিক সমন্বয়ের কথা বলে। এই গানের কেন্দ্রে রয়েছে পূর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত)। পূর্ণা বিদেশে থাকে, দুর্গা পুজোতে বাড়ি ফিরে সে তার পরিবার, প্রতিবেশী ও পুরনো প্রেমিকের সঙ্গে দুর্গাপুজো উদ্যাপন করে।" আরও বলেন, " আমার জন্য পুজোর মিউজিক ভিডিও ব্যাপারটা সব সময়েই খুব স্পেশ্যাল। আজ থেকে ১০ বছর আগে বাপ্পি লাহিড়ী, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গাঙ্গুলি, ইন্দ্রাণী হালদার, তাপস পাল, শতাব্দী রায় সহ ৬০ জন জনপ্রিয় বাঙালি ব্যক্তিত্বদের নিয়ে বাংলার প্রথম গ্র্যান্ড পুজোর মিউজিক ভিডিও তৈরি করেছিলাম আমি। নাম ছিল 'ভালোবাসি বাংলা মাকে'। ”
সমু মিত্র আরও বললেন, “আমাদের এই মিউজিক ভিডিও 'দুর্গা পুজো সবার' অনেক দিক থেকে স্পেশ্যাল। কেরিয়ারের ২৫ বছর পূর্তিতে তৈরি হয়েছে এই ভিডিও। স্বভাবতই একটু বেশি আবেগ জড়িয়ে রয়েছে এই কাজের সঙ্গে। ঋতু আর আমি ২৫ বছরের বন্ধু, শান আমার অন্যতম ভাল বন্ধু। যাদের নিয়ে কাজ করেছি তাঁদের সবার সঙ্গেই বন্ধুতা ও স্নেহের সম্পর্ক। এক দিক থেকে এই মিউজিক ভিডিও তাই আমাদের বন্ধুত্বেরও উদযাপন।” উল্লেখ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও মিউজিক ভিডিওতে দেখা গেছে জয় সেনগুপ্ত, নায়রা ব্যানার্জী, জয়ী দেবরয়, দেবিকা মুখার্জী, সোমা চট্টপাধ্যায় একাধিক অভিনেতাদের। মিউজিক ভিডিওটির সঙ্গীত পরিচালনা করেছেন সমিধ মুখোপাধ্যায়, গান গেয়েছেন শান, মিস জোজো, সমিধ, উর্ভী ও পৌলমী।
এই মিউজিক ভিডিও সম্পর্কে শান বললেন, “পুজোর বাংলা গান আমার কাছে অন্যরকম অনুভূতি। প্রথমত সমুকে ধন্যবাদ আমায় এই গানের সঙ্গে আমায় যুক্ত করার জন্য। সমিধ খুব ভার্সাটাইলভাবে গানটি তৈরি করেছেন। কাজটা করে খুব মজা পেয়েছি। তাছাড়া, এই প্রথমবার এই গানের মাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে কাজ করার সুযোগ হল। উনি এত গুণী একজন শিল্পী আর বর্ণময় একজন মানুষ। সব মিলিয়ে এই পুজোর গান একটু বেশিই স্পেশাল।”
অন্যদিকে, মুখ খুলেছেন ঋতুপর্ণাও। বললেন, “আমি আর সমু ২৫ বছরেরও বেশি সময় ধরে একে অপরের বন্ধু। যখনই ও কোনও কাজ নিয়ে আমার কাছে এসেছে নিশ্চিত থাকি যে দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। আর এই মিউজিক ভিডিওটিও তার ব্যতিক্রম নয়। দুর্গা পুজো তো আত্মীয়তার উৎসব, পরিবার-পরিজন নিয়ে সমস্ত দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠার এক অনন্য অবসর। এই গানের মধ্যে দিয়ে সেই অনুভূতিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। আশা করি, আমাদের এই যৌথ প্রয়াস সবার ভালো লাগবে।”
