সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সেরা ফটোগ্রাফার রাহা!
আন্তর্জাতিক পোষ্য দিবস উপলক্ষে সমাজমাধ্যমে আলিয়া তাঁর বিড়াল এডওয়ার্ডের সঙ্গে একটি ছবি ভাগ করেছেন। যেখানে এডওয়ার্ডকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে আলিয়াকে। এই মিষ্টি ছবির থেকেও বেশি নেটিজেনদের নজর কেড়েছে আলিয়ার ক্যাপশন। সেখানে লেখা, "রাজকুমারের সঙ্গে এই ছবিটি তুলেছে আমার রাজকুমারী।" অর্থাৎ ছোট্ট রাহা মায়ের এই ছবিটি তুলেছে তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। যা দেখে রাহাকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।
উর্বশীকে উপেক্ষা সানির?
সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ছবি 'জাট'। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন একাধিক বলি তারকা। এদিন দেখা গিয়েছিল উর্বশী রাউতেলাকেও। কিন্তু নেটপাড়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে উর্বশী, সানিকে অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেও সানি সবার মাঝে উপেক্ষা করেন তাঁকে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে সমাজমাধ্যমে। এদিকে, ভাল করে ভিডিওটি দেখলে বোঝা যায়, প্রথমে উর্বশীকে দেখে সানি এগিয়ে আসেন এবং হাত মেলান। কিন্তু পরবর্তীতে যে ভিডিওটা ছড়ায় সেটি কৃত্রিমভাবে তৈরি।
সলমনের নায়িকা হবেন মওরা?
পাক নায়িকা মওরা হোকেন ফিরেছেন বলিউডে। হিন্দি মিউজিক ভিডিও 'তু চাঁদ হ্যায়'-তে দেখা যাবে তাঁকে। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলিউডের ছবিতে আবারও কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। জানান, সলমন খানের বিপরীতে অভিনয় করা তাঁর স্বপ্ন। যদি কখনও সুযোগ পান, তবে নিশ্চয়ই কাজ করবেন।
