ছ’বছর আগে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। অজয় দেবগণ-কাজল-সইফ অভিনীত এই ছবি দারুণ সাফল্য পেয়েছিল বক্স-অফিসে। গত ১০ জানুয়ারি তাঁর বহুচর্চিত এই ঐতিহাসিক ছবির ছ’বছরের পূর্তি উদযাপন করলেন অজয় দেবগণ। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় তিনি ভাগ করে নেন ছবির একাধিক শক্তিশালী মুহূর্তকে তুলে ধরা বিশেষ ইলাস্ট্রেটেড আর্টওয়ার্ক, যা মুহূর্তেই নজর কাড়ে অনুরাগীদের।

 

অজয় তাঁর পোস্টে মারাঠি ভাষায় লেখেন, “দুর্গ জয় করা হয়েছে, কিন্তু সিংহের মৃত্যু হয়েছে। তবু গল্প এখানেই শেষ নয়…”।এর সঙ্গে যোগ করেন হ্যাশট্যাগ #তানাজির ছয় বছর।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ajay Devgn (@ajaydevgn)