ছ’বছর আগে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। অজয় দেবগণ-কাজল-সইফ অভিনীত এই ছবি দারুণ সাফল্য পেয়েছিল বক্স-অফিসে। গত ১০ জানুয়ারি তাঁর বহুচর্চিত এই ঐতিহাসিক ছবির ছ’বছরের পূর্তি উদযাপন করলেন অজয় দেবগণ। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় তিনি ভাগ করে নেন ছবির একাধিক শক্তিশালী মুহূর্তকে তুলে ধরা বিশেষ ইলাস্ট্রেটেড আর্টওয়ার্ক, যা মুহূর্তেই নজর কাড়ে অনুরাগীদের।
অজয় তাঁর পোস্টে মারাঠি ভাষায় লেখেন, “দুর্গ জয় করা হয়েছে, কিন্তু সিংহের মৃত্যু হয়েছে। তবু গল্প এখানেই শেষ নয়…”।এর সঙ্গে যোগ করেন হ্যাশট্যাগ #তানাজির ছয় বছর।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ajay Devgn (@ajaydevgn)
শেয়ার করা আর্টওয়ার্কগুলিতে অজয়কে দেখা যায় নির্ভীক মারাঠা যোদ্ধা তানাজি মালুসারের ভূমিকায় -প্রচণ্ড যুদ্ধক্ষেত্রের মাঝে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে। আরেকটি চিত্রে তিনি ঐতিহ্যবাহী পোশাক, মাথায় পাগড়ি ও হাতে তলোয়ার নিয়ে সম্পূর্ণ যোদ্ধার অবতারে। একটি আলাদা আর্টওয়ার্কে দেখা যায় কাজলকে, তানাজির স্ত্রী সাবিত্রী বাঈ-এর চরিত্রে, যেখানে ধরা পড়েছে সংযম, দৃঢ়তা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি।
মারাঠাদের সুবেদার ছিলেন তানাজি মালুসারে। সম্রাট ঔরঙ্গজেব একসময় আসমুদ্রহিমাচলে মুঘলদের ধ্বজা ওড়াতে চেয়েছিলেন। পুনের কাছে কোন্ডানা দুর্গকে কেন্দ্র করে দক্ষিণবিজয় করতে চেয়েছিলেন তিনি। মারাঠাদের বাঁচাতে একসময় ছত্রপতি শিবাজি ২৩টি দুর্গ মুঘলদের দিয়ে দিয়েছিলেন। কোন্ডানা তার মধ্যেই একটি ছিল। কিন্তু স্বরাজের স্বপ্ন যাঁর চোখে, তিনি তো ২৩টি দুর্গ দান করে চুপ করে বসে থাকতে পারেন না। শিবাজিও পারেননি। এর মধ্যে রাজপুত উদয়ভান সিং রাঠোরকে আলগমীর দুর্গ সুরক্ষিত রাখার কাজে পাঠান। শিবাজিও স্থির করেন উয়ভানকে কোনওভাবেই দুর্গে চেপে বসতে দেওয়া যাবে না। দুর্গ পুনরুদ্ধার করতে যুদ্ধে যান তানাজি। সুকৌশলী যুদ্ধে জয় হয় মারাঠাদের। কিন্তু শহিদ হন তানাজি। শেষ পর্যন্ত দুর্গ জয় করেছিলেন তানাজির ভাই সুরজ মালুসারে। এই ছিল অজয়-সইফের ছবির গল্প।
উল্লেখযোগ্যভাবে, ওম রাউত পরিচালিত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ মুক্তি পায় ১০ জানুয়ারি ২০২০ সালে। অজয় দেবগণ, ভূষণ কুমার ও কৃষ্ণ কুমারের প্রযোজনায় (টি-সিরিজ ও অজয় দেবগণের এফফিল্মস ব্যানারে) নির্মিত এই ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে। ঐতিহাসিক প্রেক্ষাপট, আবেগ ও অ্যাকশন -সব মিলিয়ে ছবিটি দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয়।
কাজের দিক থেকে বর্তমানে দারুণ ব্যস্ত অজয় দেবগণ। তাঁর আসন্ন ছবি ‘ধামাল ৪’, যা চলতি বছরেই মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। এই ছবিতে অজয়ের সঙ্গে থাকছেন রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, সঞ্জয় মিশ্র, ঈশা গুপ্তা, সঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিময়ে, বিজয় পাটকর ও রবি কিশন।
এর পাশাপাশি শুরু হয়ে গেছে অজয়ের বহু প্রতীক্ষিত ‘দৃশ্যম ৩’-এর শুটিং। ডিসেম্বর মাসে মুম্বইয়ে শুটিং শুরু হওয়ার পর সম্প্রতি ইউনিট পাড়ি দিয়েছে গোয়ায়। ছবির গল্পে গোয়ার অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা যাচ্ছে। এই শিডিউলে অজয়ের সঙ্গে ফিরছেন টাবু, শ্রিয়া সরণ ও রজত কাপুর।