বলিউড তারকা অজয় দেবগণ ও কাজলের ছেলে যুগ দেবগণকে সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় দেখা যায়।এই ঘটনা অবাক করা বিষয় নয় মোটেই, তবে পাপারাজ্জিদের সঙ্গে এক আলোচিত ঘটনার মুখোমুখি হয় যুগ। ১৫ বছর বয়সী যুগ যখন বাড়ি থেকে এক বড় কালো ছাতা হাতে বের হয়, তখন পাপারাজ্জিরা তার ছবি তুলতে এগিয়ে আসে।
তখনই দেখা যায়, তাকে কিছুটা বিরক্ত হয়ে পাপারাজ্জিদেরকে অনুরোধ করতে। তাকে বলতে শোনা যায়, “দয়া করে, এখন নয়।” এই ছোট্ট মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অজয়-কাজলের ছেলেকে এতদিন বাবা-মার সান্নিধ্যেই দেখেছেন দর্শক। তবে এবার একা মায়ানগরীতে পাপারাজ্জিদের সামনে কি অস্বস্তিতে পড়ল সে?
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ব্যাপক প্রতিক্রিয়া দেখান। অনেকেই যুগের পক্ষে মন্তব্য করেন এবং তার ব্যক্তিগত জীবন রক্ষা করার কথাও তোলেন। একজন মন্তব্য করেন, “সে কোনও সেলিব্রিটি বা ক্রীড়াবিদ নয়, তাকে তার ব্যক্তিগত জীবন উপভোগ করার সুযোগ দিন।” আরেকজন লিখেছেন, “একটি কিশোরের ‘না’ বলার অধিকারকে এতটা অবমূল্যায়ন করা উচিৎ নয়। তারও অধিকার আছে নিজের স্বাধীনতা রক্ষা করার।” এই প্রতিক্রিয়াগুলো স্পষ্ট করে যে, নেটিজেনরা যুগের ব্যক্তিগত নিরাপত্তা ও মানসিক স্বাচ্ছন্দ্যকে সম্মান করার প্রতি গুরুত্ব দিচ্ছে।
