মেয়ে আরাধ্যার নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্টের ছড়াছড়ি। অবশেষে তা নিয়ে মুখ খুললেন মা ঐশ্বর্য রাই বচ্চন। তিনি জানান, আরাধ্যার কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই এবং অনলাইনে তার নামে প্রচুর ভুয়ো প্রোফাইল সক্রিয় রয়েছে, যেগুলি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে একটি আলোচনায় ঐশ্বর্য বলেন, “অনেক সময় দেখি কেউ একটা ওর নামে পেজ তৈরি করেছে। হয়তো ভালবাসা থেকেই করেছে। আরাধ্যার জন্য, আমাদের পরিবারের জন্য স্নেহবশত। তার জন্য ধন্যবাদ জানাই, কিন্তু ওর নিজের কোনও সোশ্যাল মিডিয়া নেই।”
অনুরাগীদের ভালবাসার জন্য ঐশ্বর্য কৃতজ্ঞতা জানিয়েছেন ঠিকই, তবে একই সঙ্গে ভুয়ো প্রোফাইলকে আরাধ্যার প্রোফাইল না ভেবে বসার বার্তাও দিয়েছেন। তিনি জানান, আরাধ্যার নাম বা ছবি ব্যবহার করা হয়েছে মানেই সেই প্রোফাইলকে অফিসিয়াল বলে ধরে নেওয়া উচিত নয়।
নিজের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে ঐশ্বর্য জানান, তিনি খুব কম সময় অনলাইনে সক্রিয় থাকেন এবং মূলত কাজ সংক্রান্ত আপডেটই শেয়ার করেন। তিনি মনে করেন, সোশ্যাল মিডিয়া আজকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজের প্রচার, সংযোগ বাড়ানো, পেশাগত সুযোগ তৈরি— এসব ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। কিন্তু একই সঙ্গে মানুষ ফোনে অতিরিক্ত সময় কাটিয়ে ফেলছেন বলেও তিনি মনে করেন।
ঐশ্বর্য সোশ্যাল মিডিয়া থেকে কিছুক্ষণ বিরতি নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, “চারপাশের মানুষের সঙ্গে কথা বলুন, সামনে থাকা মানুষটিকে সময় দিন। ফোনের নোটিফিকেশনের জন্য সামনের মানুষকে উপেক্ষা করা অভদ্রতা। আমাকে লাইক না দিলেও সমস্যা নেই, পোস্ট না দেখলেও চলে, কিন্তু বাস্তবের সম্পর্কটাই আগে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ঐশ্বর্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করেন হাইকোর্টে। তাঁর অভিযোগ ছিল, অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি এবং অনলাইন প্ল্যাটফর্ম তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করছে। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অভিনেত্রীর ছবি ও অশ্লীল ভিডিও বানানো হচ্ছে। এতে তাঁর সম্মান ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
তারপরেই ঐশ্বর্যর নাম-ছবি ব্যবহারে বেশ কয়েকটি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে দিল্লি হাই কোর্ট। ভবিষ্যতে কোনও বাণিজ্যিক সংস্থা ঐশ্বর্য রাই বচ্চনের নাম কিংবা তাঁর সংক্ষিপ্তরূপ 'এআরবি' অথবা ছবি-ভিডিও কিছু ব্যবহার করতে পারবে না।
