নিজস্ব সংবাদদাতা: আপাতত কিছুদিনের বিরতিতে রয়েছেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক খ্যাত 'মিশকা' ওরফে অহনা দত্ত। আর কয়েক মাসের মধ্যেই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তাই কিছুদিনের বিরতিতে রয়েছেন অহনা। তবে কি আর 'অনুরাগের ছোঁয়া'য় দেখা যাবে না তাঁকে।

 

 

 

 

আজকাল ডট ইন-কে অহনা বলেন, "এই প্রশ্ন আমাকেও দর্শক করে চলেছেন। এত ভালবাসা আমাকে দিয়েছেন সবাই, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তবে এই মুহূর্তে বিরতিতে রয়েছি, আমার সন্তান আসার পর নিশ্চয়ই সময় মতো কাজে ফিরব। এখন এই সময়টা খুব উপভোগ করছি, একাই অনেক কিছু করতে হচ্ছে। আমার স্বামী এবং শ্বশুরমশাই আছেন ঠিকই, ওঁরা যথেষ্ট খেয়াল রাখছেন। তবে নিজে সবকিছু সামলানোর কারণে অনেক কিছু শিখতে পারছি। তাই এই মুহূর্তে ধারাবাহিকে আমায় দেখা যাবে না।"

 

 

 

 

এত অল্প বয়সে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অহনা। কেরিয়ারের শুরুতে এমন সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, "মনে হয় আমার সন্তান আমাকে কেরিয়ারে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ওর আসাটাও আমার কাছে ভগবানের উপহার। আমার শাশুড়ি মারা যাওয়ার দু'মাসের মধ্যেই এই খবরটা পাই। তাই মনে হয় তিনিই হয়তো আসছেন। তাই সবকিছু সামলে আমি আবার কাজে ফিরব।" আপাতত দুই পোষ্য ও হবু সন্তানকে নিয়ে ভালই সময় কাটাচ্ছেন অহনা।