বলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম হলো ‘ডন’। অমিতাভ বচ্চনের পর শাহরুখ খান এই চরিত্রটিকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তা টপকানো যে কোনও অভিনেতার জন্যই এক বিরাট চ্যালেঞ্জ। দীর্ঘ প্রতীক্ষার পর যখন ‘ডন ৩’-এর ঘোষণা আসে, তখন অনুরাগীরা আশা করেছিলেন শাহরুখকেই আবার দেখা যাবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে পরিচালক ফারহান আখতার রণবীর সিং-কে নতুন ডন হিসেবে পরিচয় করিয়ে দেন। তবে সম্প্রতি বি-টাউনের অন্দরমহল থেকে যে খবরটি উঠে আসছে, তা এই সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ফারহান আখতারের পরবর্তী এই প্রজেক্টে হৃতিক রোশনের এন্ট্রি নিয়ে এখন জোর আলোচনা চলছে। মূলত রণবীর সিং-কে নিয়ে ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকের বড় একটি অংশ তাঁকে ডন হিসেবে মেনে নিতে কিছুটা দ্বিধায় ছিলেন। এরই মধ্যে খবর রটেছে যে, ছবির নির্মাতারা হৃতিক রোশনের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে হৃতিক কি রণবীরের বিকল্প হিসেবে আসছেন নাকি তিনি কোনও বিশেষ চরিত্রে থাকছেন, তা নিয়েই তৈরি হয়েছে রহস্য।
জানা যাচ্ছে, ‘ডন ৩’-এর চিত্রনাট্যে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। যেখানে কেবল একজন নয়, বরং ডন-এর উত্তরাধিকার বা প্যারালাল ইউনিভার্সের মতো কিছু চিন্তা করা হচ্ছে। হৃতিক রোশনকে এই ছবিতে আনার পিছনে বড় কারণ হল তার সুঠাম চেহারা এবং অ্যাকশন দৃশ্যে পারদর্শিতা। আসলে 'ডন ২'-এ শাহরুখের সঙ্গে ক্যামিও করতে দেখা গিয়েছিল হৃতিককে। জানা যাচ্ছে, এই ছবির গল্প এগোবে সেই সূত্র ধরেই।
হৃতিকের নাম আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। তাঁরা মনে করছেন, হৃতিকের স্টাইল এবং অ্যাকশন 'ডন'-এর চরিত্রের জন্য অনেক বেশি মানানসই। ফারহান আখতার এবং এক্সেল এন্টারটেইনমেন্ট এখন পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনও বিবৃতি দেয়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই খবর এসেছিল বহুল প্রতীক্ষিত 'ডন ৩' ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। ফারহান আখতারের পরিচালনায় শাহরুখ খানের উত্তরসূরি হিসেবে রণবীরকে দেখা যাওয়ার খবরে এক সময় তোলপাড় হয়েছিল মায়ানগরী। কিন্তু বর্তমানে তাঁর অভিনীত 'ধুরন্ধর' ছবির অভাবনীয় সাফল্যের পর হিসেব-নিকেশ অনেকটাই বদলে গিয়েছে।
শোনা যাচ্ছে, বক্স অফিসে 'ধুরন্ধর' ছবির সাফল্যই নাকি রণবীরকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সূত্রের খবর, পর পর দুটি গ্যাংস্টার ড্রামায় অভিনয় করতে চাইছেন না তিনি। আদিত্য ধরের এই অ্যাকশন থ্রিলারের বিশাল সাফল্যের পর রণবীর এখন ভিন্ন ঘরানার কাজ খুঁজছেন। বিশেষ করে সঞ্জয় লীলা বনশালি, লোকেশ কণগরাজ বা অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি বেশি আগ্রহী।
'ডন ৩' ছাড়ার পাশাপাশি রণবীর এখন গুরুত্ব দিচ্ছেন জয় মেহতার জম্বি থ্রিলার 'প্রলয়'-কে। জানা গিয়েছে, অভিনেতা নিজেই এই ছবির কাজ এগিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।
