সংবাদ সংস্থা মুম্বই: জাঠ এর সাফল্য কাটতে না কাটতেই সানি দেওল ফের  ফিরছেন বড় পর্দায়— অ্যাকশন ঘরানার ছবিকে পুঁজি করেই! আরও ভাল করে বললে, এবার ‘জাঠ ২’-এর হাত ধরে! সদ্য মুক্তি পাওয়া জাঠ -এর সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে এই ছবি। বৃহস্পতিবার ১৭ এপ্রিল, সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন সানি। “# এবার নয়া মিশনে জাঠ! #জাঠ ২” লিখে জানিয়ে দিলেন নিজের পরের অভিযান।

 

?ref_src=twsrc%5Etfw">April 17, 2025


এই প্রজেক্টরও পরিচালকের আসনে বসবেন ‘জাঠ’ এর নির্দেশক তথা জনপ্রিয় দক্ষিণী পরিচালক গোপীচাঁদ মালিনেনি, যাঁর বলিউড ডেবিউ হয়েছে জাট-এর মাধ্যমেই। প্রথম ছবিতে তাঁর পরিচালনায় ছিল হয়-দক্ষিণী ছোঁয়া ভোল্টেজ অ্যাকশন, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ—যা মন ছুঁয়েছিল দর্শকদের। এবার সেই জগৎকে আরও বিস্তৃত করতেই আসছে ‘জাঠ ২’।

 


‘জাঠ’-এ ছিলেন সানি দেওল, রণদীপ হুডা, রেজিনা ক্যাসান্দ্রা, সাইয়ামি খের, জগপতি বাবু, রম্যা কৃষ্ণন, বিনীত কুমার সিং সহ আরও অনেকে। ইনটেন্স পারফরম্যান্স আর জমাট গল্পের জন্য প্রশংসা কুড়িয়েছে এই ছবি। যদিও ‘জাঠ ২’-এর গল্পের আঙ্গিক এখনও  প্রকাশ্যে আসেনি, তবে শোনা যাচ্ছে, এই পর্বে আগের পর্বের তুলনায় জমাটি ও ব্যাপ্তি হবে অনেক অনেক বেশি! ‘জাঠ’-এর মতোই এই ছবিরও প্রযোজনা সংস্থা এক থাকছে, ফলে ছবির স্কেল আর টোন—দুটোই থাকবে আগের মতোই। জানা গিয়েছে, দেশের উত্তর আর দক্ষিণের দুই শক্তিশালী ফিল্ম ইন্ডাস্ট্রির মিশেলেই তৈরি হবে এই থ্রিলার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায়।

 


বছর দুয়েক আগে ‘গদর ২’ দিয়ে বক্স অফিসে কামব্যাকের দাপট দেখিয়েছিলেন সানি দেওল। ‘জাঠ’-এ তাঁর উপস্থিতি ছিল বলিষ্ঠ, এবং এবার ‘জাঠ ২’-এ সেই ধারাকেই আরও বিস্তৃত করতে চলেছেন এই বলিউড দাদা। প্রোডাকশন শিগগিরই শুরু হওয়ার কথা, মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

 

সুতরাং, এককথায় থামার নাম নেই—সানি দেওল ফের নামছেন লড়াইয়ে, এবার ‘জাঠ ২’-এর মিশনে!