সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে ফের আগুন! আঁচ পাওয়া গিয়েছিল আগেই, এবার লেলিহান শিখা প্রকাশ্যে এল। নাম না করে  ‘অ্যানিম্যাল’-খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এক বিস্ফোরক পোস্টে তোপ দাগলেন দীপিকা পাড়ুকোনকে। দীপিকার দিকে ‘ইশারা’ করে তোপ দেগেছেন সন্দীপ। সম্প্রতি দীপিকা ‘স্পিরিট’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, আর তাঁর জায়গায় এখন তৃপ্তি দিমরি। আর সেই ঘটনার পরেই সোমবার রাতে এক্স (সাবেক টুইটার)-এ সন্দীপের ক্ষোভে ফেটে পড়া পোস্ট, বলিউডের অন্দরে হুলস্থূল ফেলে দিয়েছে।

 

সন্দীপ লেখেন, “আমি যখন কোনও অভিনেতাকে গল্প শোনাই, তখন ১০০% ভরসা করি। এটা একরকম মৌখিক চুক্তি যে সেই গল্প তিনি বাকিদের মধ্যে ছড়াবেন না। কিন্তু আপনি সেটা ভেঙে দিয়ে প্রমাণ করলেন আপনি আসলে কে… এক তরুণী অভিনেত্রীকে হেয় করা আর আমার গল্পকে বাতিল করা—এই কি তবে আপনার ‘নারীবাদ’?”

 

এখানেই থামেননি অ্যানিম্যাল ছবির পরিচালক। আরও লেখেন, “ফিল্মমেকিং আমার কাছে সাধনার মতো। আপনি সেটা বুঝলেন না, বুঝবেনও না। এমনটা করুন... পরের বার পুরো ছবির গল্পটাই বলে দিন… তবু তাতে আমার কিছুই এসে যায় না। #ডার্টি পিআর গেমস। একটা প্রবাদ খুব ভাল লাগে—‘ ঈর্ষাকাতর মানুষ খামোখা ঝগড়া করে রাগ ঝাড়ে।"।’"

 


সন্দীপের কথায় ইঙ্গিত স্পষ্ট—দীপিকার সহায়ক দল ইচ্ছাকৃতভাবে সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে তৃপ্তিকে হেয় করার চেষ্টা করেছেন। সূত্রের খবর, দীপিকা যখন এই ছবি থেকে সরে দাঁড়ান, তখন ‘স্পিরিট’-এর গল্প ঘিরে একাধিক বিবরণ প্রকাশ পায় সংবাদমাধ্যমে। সেখানে বলা হয়, ছবিটি একটি অ্যাডাল্ট অ্যাকশন এন্টারটেইনার, যেখানে ‘বোল্ড’ দৃশ্য থাকবে। এবং পরিচালক এমন কাউকেই চাইছিলেন, যিনি সেই দৃশ্য করতে স্বচ্ছন্দ। তৃপ্তির সঙ্গে ‘অ্যানিম্যাল’-এ কাজ করার পরই তিনি তাঁর উপর ভরসা রেখেছেন।

 

অন্যদিকে স্পিরিট ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে তৃপ্তি ইনস্টাগ্রামে লেখেন, “এখনও বিশ্বাস হচ্ছে না। এই সফরে আমায় ভরসা করার জন্য ধন্যবাদ @sandeepreddy.vanga। আপনার ছবির  অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।”

 

প্রসঙ্গত, এই ছবিতে দীপিকার বিপরীতে প্রভাসকে কাস্ট করার কথা ছিল। এখন তাঁর জায়গায় তৃপ্তি। ছবিটি প্রযোজনা করছে টি-সিরিজ এবং ভদ্রকালী পিকচার্স।  কিন্তু বলিউড এখন প্রশ্ন করছে—এই 'স্পিরিট'-এর পিছনে সত্যিই কি শুধুই পেশাদার সিদ্ধান্ত না কি এর পিছনে জমে আছে এক জটিল ‘পাওয়ার প্লে’? সন্দীপের টুইট তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

 

এবার দেখার, দীপিকা কি কোনও উত্তর দেবেন না কি চুপ করেই থাকবেন?