নিজস্ব সংবাদদাতা: লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-এর আসন্ন ধারাবাহিকের নায়িকা হয়ে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস। 

 

 

 

টলিপাড়ার অন্দরের খবর, এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীকে। জানা যাচ্ছে, এবার আর নেতিবাচক চরিত্রে নয় বরং এক অন্যরকম ভূমিকায় থাকছেন অভিনেত্রী। যদিও প্রোমোতে দেখা যায়নি তাঁকে। এই মুহূর্তে আড়ালে রয়েছে শিঞ্জিনী অভিনীত চরিত্রটি। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন স্টার জলসার 'অষ্টমী' ধারাবাহিকে। এরপর সিরিজ ও ছোট ছবিতেও কাজ করেছেন তিনি।

 

 

 

প্রসঙ্গত, লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আসছে এক অন্যরকম প্রেম কাহিনি।‌ ধারাবাহিকের নাম 'চিরসখা'। গল্পের মুখ্য চরিত্রে থাকছেন অপরাজিতা। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে। এছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, লাভলি মৈত্র, রেশমি সেন, চন্দন সেন, ঐশী ভট্টাচার্য, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি, মালবিকা সেন, রাজা গোস্বামীর মতো তারকাদের।

 

 

 

 

সম্প্রতি, সামনে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। প্রথম ঝলকেই বাজিমাত অপরাজিতা-সুদীপের। তাই ধারাবাহিক ঘিরে উত্তেজনা তুঙ্গে দর্শকের।