নিজস্ব সংবাদদাতা: না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা দেবরাজ রায়। সত্যজিৎ রায় থেকে শুরু করে তরুণ মজুমদার, মৃণাল সেন, কাজ করেছেন বাংলার সবচেয়ে নামজাদা পরিচালকদের সঙ্গে। বড় পর্দায় তো বটেই, ছোটপর্দায়ও খ্যাতির সঙ্গে কাজ করেছেন অভিনেতা দেবরাজ রায়। বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। ঘনিষ্ঠ সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে কিডনির রোগে ভুগছিলেন দেবরাজ।
তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিপাড়া। আজকাল ডট ইন-এর কাছে সহ-অভিনেতার মৃত্যুর খবর প্রথম পেয়েই হতবাক হন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। কানা ভেজা কন্ঠে তিনি বলেন, "খবরটা এভাবে আসবে কোনওদিন কল্পনা করিনি। একসঙ্গে কত কাজ করেছি, সব যেন চোখের সামনে ভাসছে। অনুরাধা (অনুরাধা রায়)-কে আমার সান্তনা জানানোর ভাষা নেই।"
তিনি আরও বলেন, "একটা মানুষ এত সৎ, এত ভাল কীভাবে হয়, তা দেবরাজকে দেখে শেখার মতো ছিল। এক কথায় নিপাট ভাল মানুষ। ও যে নেই এই পৃথিবীতে ভাবতেই পারছি না।"
প্রসঙ্গত, প্রয়াত অভিনেতার পরিবার সূত্রে খবর, শুক্রবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত সল্টলেকে তাঁর বাসভবনে রয়েছে মরদেহ। সেখান থেকেই যাবতীয় কাজ করা হবে বলে খবর।
