নিজস্ব সংবাদদাতা, মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুত কীভাবে মারা গিয়েছিলেন? অবশেষে পাঁচ বছর বাদে সামনে এসেছে সেই সত্যি।‌ গত শনিবার সুশান্তের মৃত্যুর তদন্তে অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবার‌কে ক্লিনচিট দিয়েছে সিবিআই। এইমস-এর ফরেন্সিক দল জানিয়েছে, অভিনেতাকে খুন করা হয়নি। আত্মহত্যাই করেছিলেন তিনি। সুশান্তের মৃত্যুতে স্বস্তি পেতেই সোমবার বাবা এবং ভাই শৌভিককে নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়কে পুজো দিলেন রিয়া। মন্দির চত্বরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দেন তিনি। সাদা সুতির কুর্তায়, মেকআপবিহীন সাজে মন্দিরে উপস্থিত হন অভিনেত্রী। মুখে ছিল স্বস্তির হাসি। 

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। করোনা আবহে খবরটি ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে গিয়েছিলেন গোটা দেশবাসী। মুম্বই পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। কোনও সুইসাইড নোট তাঁর ঘর থেকে পাওয়া যায়নি। অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। ঘটনার দিন কয়েক পরেই পাটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা এবং আর্থিক অনিয়মের অভিযোগে এফআইআর‌ দায়ের করে সুশান্তের পরিবার।। 

তদন্ত চলাকালীন রিয়া ও শৌভিক মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার হন। জেলমুক্তির পর লাইমলাইটের অন্তরালে থেকেও রেহাই পাননি সোশ্যাল মিডিয়া ট্রায়াল থেকে। মুম্বই নিবাসী বঙ্গকন্যা রিয়া চক্রবর্তীকে 'ডাইনি' অপবাদও দেওয়া হয়। জীবনের কালো অধ্যায় কাটিয়ে ধীরে ধীরে মূলস্রোতে ফিরতে শুরু করেন রিয়া। কিন্তু কিছুতেই যেন সুশান্তের মৃত্যুর প্রসঙ্গ পিছু ছাড়ছিল না তাঁর। অবশেষে সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্টে বলা সুশান্তের মৃত্যু আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। কোনও অপরাধমূলক ষড়যন্ত্র বা অন্যায় কাজের সন্ধান মেলেনি, জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

রিয়া সিবিআইয়ের তদন্ত রিপোর্ট নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও, তাঁর ভাই শৌভিক সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি ও রিয়া পাহাড়ি পথে হাঁটছেন। ভিডিওর ক্যাপশনে লেখেন, "সত্যমেব জয়তে"।