টলিউডের অভিনেত্রীদের লড়াই নিয়ে নানা কথা শোনা যায়। এবার সরাসরি হতে চলেছে দুই অভিনেত্রীর লড়াই। স্বস্তিকা দত্তের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিতে চলেছেন পূর্বাশা রায়। এই লড়াইয়ের জন্য যদিও দায়ী পূর্বাশা নিজেই। তবে পুরোটাই পর্দায়, বাস্তবে স্বস্তিকা ও পূর্বাশা-দু’জনেই ভাল বন্ধু।
স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ ধারাবাহিকে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিপাড়ার দুই অভিনেত্রী। ‘প্রফেসর কেকে’র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পূর্বাশা রায়কে। তাঁর কথায়, “এই ধারাবাহিক আমার কাছে ঘরে ফেরার মতো। ৭ বছর পর আমি ব্লুজ প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করছি। এর জন্য দাদা অর্থাৎ স্নেহাশিস চক্রবর্তীকে আমি ধন্যবাদ জানাতে চাই। এমন একটি চরিত্রের জন্য আমাকে তিনি ভেবেছেন।”
পূর্বাশার আরও সংযোজন, বাংলা মিডিয়াম ধারাবাহিকের পর আবার এই ধারাবাহিকের মাধ্যমে স্টার জলসায় ফেরা। এই ধারাবাহিকে আমায় দুষ্টুমি করতে দেখতে পাবেন দর্শকরা, প্রফেসর কেকে চরিত্রটি বেশ দুষ্টু। এরকম নেতিবাচক চরিত্রে অভিনয় করতে বেশ ভালই লাগছে। স্বস্তিকা অর্থাৎ প্রফেসর বিদ্যা ব্যানার্জীর বিরুদ্ধে নানা রকম প্যাচ কষতে দেখা যাবে প্রফেসর কেকে-কে। সব মিলিয়ে এই চরিত্র নিয়ে আমি খুব উত্তেজিত। নেতিবাচক চরিত্র করতে আমার বেশ ভাল লাগে। তবে পরবর্তী সময়ে এই চরিত্রে কী কী বদল আসবে সেটা এখনই বোঝা যাচ্ছে না। প্রফেসর বিদ্যা ব্যানার্জীর সঙ্গে ঠিক কী করবে প্রফেসর কেকে, সেটা আশা করি দর্শকদের ভাল লাগবে।”
এর আগে দর্শকরা পূর্বাশাকে দেখেছেন আকাশ আট চ্যানেলের ‘প্রথম কদমফুল’ ধারাবাহিকে, সেখানেও নেতিবাচক চরিত্রেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী। যদিও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে বেশ পছন্দ করেন তিনি। এর মাঝে অবশ্য হইচই-এর ‘ইন্দু ৩’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন পূর্বাশা।
সংসার এবং কাজ সুন্দরভাবে সামলাচ্ছেন এই অভিনেত্রী, সঙ্গে রয়েছে নিজের ব্যবসা। সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন পূর্বাশা। বিয়ের পর ‘প্রথম কদম ফুল’ ধারাবাহিকে কাজ শুরু করেন পূর্বাশা। তবে প্রয়োজন মতো কাজ থেকে বিরতিও নেন তিনি। পছন্দ মাফিক চরিত্রের জন্য সব সময় অপেক্ষা করতে রাজি এই অভিনেত্রী।
যদিও প্রতিটি কাজ নিয়ে অত্যন্ত উৎসাহ থাকে পূর্বশার, তবে এই ধারাবাহিকে যেন নিজের পুরনো বাড়িতে ফেরা, প্রিয় মানুষদের সঙ্গে কাজ করা। সেই কারণেই বেশ খুশি পূর্বাশা।
