নিজস্ব সংবাদদাতা: জীবনে চলার পথে বারবার ঠকতে হয়েছে তাঁকে, তবে এখনও বিশ্বাস হারাননি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। বিয়ে ভেঙেছে, আবারও নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মল্লিকা, আবারও ঠকেছেন। তবে রাস্তায় বের হলে রোজ ঠকতে হবে, বিশ্বাস হারালে চলবে না। বাবার শেখানো এই বিশ্বাস নিয়েই এখনও তিনি পথ হেঁটে চলেছেন। 

 

 

ছোটপর্দা থেকে বড়পর্দায় পরিচিত মুখ মল্লিকা।এই মুহূর্তে মল্লিকাকে দর্শক দেখছেন স্টার জলসার 'দুই শালিক' ধারাবাহিকে। তাঁর অভিনয় দক্ষতায় দর্শকের মন জিতেছেন।

 

জীবনে চলার পথে এসেছে বহু বাধা। তবুও হার মানেননি মল্লিকা। শুরু করেছেন নতুন জীবন। পরিচালক, চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মল্লিকা।

 

মেয়ের হাত ধরেই বিয়ের মণ্ডপে পৌঁছলেন তিনি। মায়ের নতুন জীবন শুরুর সাক্ষী হতে উৎসাহিত অদ্রিজা। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "একটা সময় পর প্রতিটা মানুষের পাশে একজনকে দরকার হয়। সন্তানরা সবসময় সেই জায়গাটা পূরণ করতে পারে না। তাই আমি ভেবেছিলাম মায়ের জীবনসঙ্গীর প্রয়োজন। যে মানুষের সঙ্গে বাকি জীবন ভাল থাকবে, তাঁকেই মায়ের কাছে এনে দিতে পেরে খুব ভাল লাগছে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল।"

 

 

পরিবারকে সঙ্গে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মল্লিকা। বাঙালি রীতি মেনে বিয়ের সব নিয়ম পালন করলেন অভিনেত্রী। সাজেও দেখা গেল সাবেকিয়ানার ছোঁয়া। রুদ্রজিতের সঙ্গে হাসিমুখে বিয়ের আচার-অনুষ্ঠান পালন করতে দেখা গেল মল্লিকাকে। সিঁদুর দানের পর প্রথমেই মেয়েকে জড়িয়ে ধরলেন তিনি। এদিন অভিনেত্রীর পাশে ছিলেন টলিপাড়ার তারকারাও।