নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'নিম ফুলের মধু'তে। গল্পে 'পর্ণা'র শাশুড়ি 'কৃষ্ণা'র চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এরপরে তাঁকে স্টার জলসার 'তেঁতুলপাতা'য় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। ছোটপর্দা থেকে বড়পর্দার পরিচিত মুখ অরিজিতা। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এক্স=প্রেম'-এ দেখা গিয়েছিল অরিজিতাকে। এবার 'কিলবিল সোসাইটি'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। 

 

 

শুক্রবার বেলা গড়াতেই সমাজমাধ্যমে বিস্ফোরক অরিজিতা। অভিনেত্রী অভিযোগ করে কী লিখেছিলেন? 'নিজের পরিশ্রমের টাকা, দায়িত্ব নিয়ে কাজ করে দেওয়ার পর কোনটা নির্দিষ্ট সময় টাকা পেয়ে যাওয়ার? অথচ মুখ ফুটে বারবার চাইতে আমারই বাধে। যাঁরা দিচ্ছেন না, তাঁদের বাধে না?' অরিজিতার এই পোস্টে মন্তব্য করেছিলেন অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র। তিনি লেখেন, 'ক্ষমতার বহির্প্রকাশ। আমি কাজ দিয়ে ধন্য করেছি তাতেই খুশি থাকো।'

যদিও পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলেন অরিজিতা। কিন্তু কার বিরুদ্ধে সরব হয়েছিলেন দুই অভিনেত্রী? তা যদিও খোলসা হয়নি। কিন্তু, বোঝাই যাচ্ছে কাজ করেও পারিশ্রমিক পাননি অভিনেত্রী। তাই উগরে দিয়েছেন ক্ষোভ। যদিও টলিপাড়ায় এই ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার একই অভিযোগ এনেছিলেন অনেক তারকা। যদিও নিজের করা এই পোস্ট নিয়ে মুখ খুলতে নারাজ অরিজিতা। কিন্তু কেন মুছলেন পোস্ট? ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে কাজ না পাওয়ার ভয় নাকি শত্রু বাড়ার চিন্তা? কোন কারণ ছিল এর পিছনে?