জি বাংলার ধারাবাহিক 'মিঠিঝোরা'য় দর্শক শেষ দেখেছিলেন অভিনেতা সুমন দেকে। গল্পের নায়ক 'অনির্বাণ'-এর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বেশ কয়েক বছর ধরে ছোটপর্দার সঙ্গে যুক্ত সুমন। দর্শকের কাছে বেশ জনপ্রিয়তাও রয়েছে তাঁর। 'মিঠিঝোরা' শেষ হতেই সুমনের পর্দায় ফেরার খবরের জন্য অপেক্ষায় ছিলেন দর্শক। এবার তাঁকে দেখা যেতে চলেছে 'চিরসখা'য়।

 


এই ধারাবাহিকের নতুন চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। সুমনের চরিত্রের নাম 'কৃশানু'। তাঁর চরিত্রটি চিকিৎসক। কমলিনীর ছেলে বুবলাই যে হাসপাতালে ভর্তি আছে, সেই হাসপাতালের চিকিৎসক সে। গল্পের মোড়ে হঠাৎই স্বতন্ত্র ফোন করে নিজের পরিচয় দেয় সে। জানায়, বুবলাই-এর কেস হিস্ট্রি দেখে সে একটা বিষয় জানতে পেরেছে। যা স্বতন্ত্রকে বলতে চায় সে। বুবলাই-এর সম্পর্কে কোন তথ্য দিতে চায় সে? ফের কোন সত্যির মুখোমুখি হবে স্বতন্ত্র-কমলিনী? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

 

 


প্রসঙ্গত, স্বতন্ত্র এবং কমলিনীর সম্পর্ক, তাঁদের রসায়ন প্রথম থেকেই মুগ্ধ করেছে দর্শকদের। বলা ভাল, চেনা গল্পের বাইরে বেরিয়ে, অন্য রকম এই প্রেমের গল্প দর্শকদের মন কেড়েছিল। এতদিন টানাপোড়েনের পর অবশেষে এক হয়েছে বৌঠান এবং নতুন ঠাকুরপো। সাংসারিক জটিলতা কাটিয়ে ‘চিরসখা’ কমলিনীর সিঁথি রাঙিয়েছে স্বতন্ত্র। কিন্তু তাতেও কি তাদের জীবনে সুখ আসবে? এই প্রশ্নের উত্তর মেলার আগেই নতুন বিপদের মুখে পড়েছে কমলিনী ও স্বতন্ত্র। 

 

 


কিছুদিন আগেই ‘চিরসখা’র দেখা গিয়েছিল ফুলশয্যার রাতে নিবিড় আলোচনায় ব্যস্ত স্বতন্ত্র এবং কমলিনী। স্ত্রীর জন্য তার পছন্দের হলুদ গোলাপ নিয়ে এসেছে স্বতন্ত্র। দু’জনের পরনে ফুলশয্যার সাজ। কমলিনীর হাতে সেই ফুলের গোছা ধরিয়ে দিয়ে বলেন, 'তোমার পছন্দের হলুদ গোলাপ, তোমার জন্য।' এই আলাপচারিতার মাঝেই বর্ষা ফোন করে জানায়, বুবলাই আত্মহত্যা করতে গিয়েছিল। তার অবস্থা সঙ্কটজনক! তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তিও করা হয়। স্বতন্ত্রকে বিয়ে করার পর থেকেই একের পর এক ঝড় আসছে কমলিনীর জীবনে! এবার বুবলাইকে নিয়ে কোন সত্যি সামনে আসবে?