যা রটে তা যে ঘটে, আবারও প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এ আসছেন। এই খবরকে কেন্দ্র করেই উঠে এসেছিল আরও একটি খবর, ছোটপর্দা ছাপিয়ে রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন রচনা। যদিও সেই খবরে সেই সময় মান্যতা দেননি কেউই। উল্টে সেই সময় খবর ছড়িয়েছিল, ছোট পর্দার ‘দিদি নম্বর ১’ নিজে নবান্নয় গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী সেই অনুরোধ ফেলতে পারেননি।
রবিবার বিগ্রেডে তৃণমূল কংগ্রেসের মহাসভায় অবশেষে ঘোষণা, হুগলি থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়বেন দর্শকদের অতিপ্রিয় ‘দিদি নম্বর ১’। শাসকদলের নির্বাচনপ্রার্থী তালিকা বরাবর তারকাখচিত। কিন্তু কেন তাঁকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী? তার পিছনেও একাধিক যুক্তি আছে। খবর, রচনার জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা নয়। পাশাপাশি, তাঁর স্বচ্ছ্ব ভাবমূর্তি। এবং মহিলামহলে রচনার তুমুল জনপ্রিয়তা। ‘দিদি নং ১’-এ হাজার হাজার প্রতিযোগিনী অংশ নিতে আসেন শুধু রচনার সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে পারবেন বলে। তাঁর সঙ্গে সুখদুঃখ ভাগ করে নিতে পারবেন বলে। তাঁর থেকে ইতিবাচক শক্তি নিয়ে ফিরতে পারবেন বলে।
এর আগেও একাধিকবার রচনা ‘দিদি’র সঙ্গে দেখা করতে নবান্ন গিয়েছেন। প্রত্যেকবার তাঁর বক্তব্য ছিল, তিনি রাজনীতিতে আসছেন না। সৌজন্য সাক্ষাৎ সারতেই এসেছেন। একই ভাবে রচনার পিতৃবিয়োগের পর পারলৌকিক কাজে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মদন মিত্র-সহ শাসকদলের একাধিক ব্যক্তিত্বের উপস্থিতি নজর টেনেছিল। জল্পনায় সিলমোহর পড়তেই খুশি অভিনেত্রীর অনুরাগীরা। একই সঙ্গে কৌতূহল, বিনোদন দুনিয়ার মতোই রাজনৈতিক মঞ্চেও কি তিনিই ‘দিদি নং ১’ হতে পারবেন? টেলিপাড়া বলছে, সবটাই সময় বলবে।
রবিবার বিগ্রেডে তৃণমূল কংগ্রেসের মহাসভায় অবশেষে ঘোষণা, হুগলি থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়বেন দর্শকদের অতিপ্রিয় ‘দিদি নম্বর ১’। শাসকদলের নির্বাচনপ্রার্থী তালিকা বরাবর তারকাখচিত। কিন্তু কেন তাঁকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী? তার পিছনেও একাধিক যুক্তি আছে। খবর, রচনার জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা নয়। পাশাপাশি, তাঁর স্বচ্ছ্ব ভাবমূর্তি। এবং মহিলামহলে রচনার তুমুল জনপ্রিয়তা। ‘দিদি নং ১’-এ হাজার হাজার প্রতিযোগিনী অংশ নিতে আসেন শুধু রচনার সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে পারবেন বলে। তাঁর সঙ্গে সুখদুঃখ ভাগ করে নিতে পারবেন বলে। তাঁর থেকে ইতিবাচক শক্তি নিয়ে ফিরতে পারবেন বলে।
এর আগেও একাধিকবার রচনা ‘দিদি’র সঙ্গে দেখা করতে নবান্ন গিয়েছেন। প্রত্যেকবার তাঁর বক্তব্য ছিল, তিনি রাজনীতিতে আসছেন না। সৌজন্য সাক্ষাৎ সারতেই এসেছেন। একই ভাবে রচনার পিতৃবিয়োগের পর পারলৌকিক কাজে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মদন মিত্র-সহ শাসকদলের একাধিক ব্যক্তিত্বের উপস্থিতি নজর টেনেছিল। জল্পনায় সিলমোহর পড়তেই খুশি অভিনেত্রীর অনুরাগীরা। একই সঙ্গে কৌতূহল, বিনোদন দুনিয়ার মতোই রাজনৈতিক মঞ্চেও কি তিনিই ‘দিদি নং ১’ হতে পারবেন? টেলিপাড়া বলছে, সবটাই সময় বলবে।
