নিজস্ব সংবাদদাতা: জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন যিশু সেনগুপ্ত ও নীলঞ্জনার মেয়ে সারা সেনগুপ্ত। বর্তমানে মা ও বোনের থেকে অনেকটা দূরে কাজে ব্যস্ত তিনি। চেনা গণ্ডির বাইরে কখনও ভয় আঁকড়ে ধরছে, কখনও আবার পেশার জগতে নিজেকে প্রমাণ করার হাতছানি-আর এই দুইয়ের মাঝেই নতুন শহরে কীভাবে মানিয়ে নিচ্ছেন সারা? সমাজ মাধ্যমে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন যীশু কন্যা।

মা ও বোনকে নিয়ে নিজের জগতকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন সারা সেনগুপ্ত। তবে এই মুহূর্তে জীবনে দুই প্রিয় মানুষের থেকে অনেকটা দূরে তিনি। সম্প্রতি মুম্বই শহরে থাকতে শুরু করেছেন সারা। ইতিমধ্যেই আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন সামলে একটু একটু করে নিজেকে গুছিয়ে নিয়েছেন। তবে নতুন শহরে গিয়ে বিশেষ করে প্রিয়জনদের থেকে দূরে থেকে আবেগপ্রবণ তিনি। সমাজ মাধ্যমে নিজের সেই অনুভূতি ভাগ করেছেন সারা। 

মুম্বই শহরে মাসি চন্দনা থাকলেও মা ও বোনকে খুবই মিস করেন সারা। শুধু তাই নয়, নতুন শহর, অচেনা মানুষজনের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়া, নতুন বাসস্থান - সব ক্ষেত্রেই একসময় ভয় পেয়েছেন। তবে নিজেকে ভেঙে পড়তে দেননি তিনি। সারার কথায়, "আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে কখনও কথা বলি না, তবে জীবনের এই নতুন অধ্যায় শুরুর অভিজ্ঞতা হয়তো ভাগ করে নেওয়া উচিত। দিন শেষে সকলে নিজের বাড়ির কাছে ফিরতে ইচ্ছা করে। নতুন শহরে আমি তা করতে পারছিনা, যদিও আমি আমার কাজ যথেষ্ট উপভোগ করছি। সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, মাঝে মাঝে যা অত্যন্ত কষ্টের। "

কর্মসূত্রে অনেকেই বাড়ি থেকে দূরে থাকেন। পেশার তাগিদে নতুন জীবনকে আপন করে নিতেই হয়। সারাও নিজের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই প্রসঙ্গেই ভিডিওবার্তায় তিনি বলেন, "আমার মত যারাই এইভাবে কাছের মানুষদের থেকে দূরে রয়েছেন, তারা যেন ভয় না পান, জীবন সকলকে সুযোগ দেয়, আর সেই সুযোগের সদ্ব্যবহার আমাদের করা উচিত।"