সংবাদসংস্থা মুম্বই: ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের জল্পনার মাঝেই এল নতুন খবর। ঐশ্বর্যর সঙ্গে যে জুনিয়র বচ্চনের সম্পর্ক ভাঙছে না, তা আগেই স্পষ্ট করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, "আমায় বরাবরই পরিবারের সাফল্যের সঙ্গে তুলনা করা হত। আমার বাবা, আমারই। আমার স্ত্রীও আমারই। তাঁদের সাফল্যে আমি খুব গর্বিত। কিন্তু তার মানে এই নয় যে আমায় তাঁদের সঙ্গে পাল্লা দিয়েই হবে।"

 

 

 

 

মেয়ে আরাধ্যাকে নিয়েও এই সাক্ষাৎকারে কথা বলেন অভিষেক। মেয়ের ও পরিবারের রীতি অনুযায়ী অভিনয়ে ঝোঁক রয়েছে। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বরাবর মঞ্চে অভিনয় করতে দেখা যায় তাকে। যদিও আরাধ্যার ব্যবহার ও সুশিক্ষার প্রশংসা হয় নেটমহলে। মেয়েকে নিয়ে আশাবাদী বাবাও। অভিষেক বলেন, "আমার যা কিছু অর্জন, সবই পরিবারের জন্য। আমার দাদু আমাদের নাম দিয়ে গেছেন, যা আমি সম্মানের সঙ্গে বহন করি। আমি চাই, আমার মেয়ে আরাধ্যাও এই নামকে সম্মান করে বড় হোক। আধ্যাত্মিকতা, জীবনের শান্তি ও ব্যালান্সের জন্যে খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব আরাধ্যাও এই পদবির মর্যাদা রাখতে পারবে।"

 

 

 

অভিষেক আরও বলেন, "আমাদের সময় বড়রা যা বলতেন তাই মেনে নিতাম। তর্ক করাটা তো বাহুল্য। কিন্তু এখনকার ছেলেমেয়েরা এইসবের ধার ধারে না। তারা নিজেদের মতটা বড়দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বাবা-মা কিছু বললে তারা সেই কথার পিছনে যুক্তি খোঁজে। যদিও আমরা চাই আরাধ্যা পরিবারের সম্মান রাখবে।"