সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
বচ্চন পরিবারের থেকে আলাদা হচ্ছেন অভিষেক?
ঐশ্বর্য-অভিষেকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মুম্বইয়ে নতুন সম্পত্তি কিনলেন অভিষেক বচ্চন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেতা। ওই অ্যাপার্টমেন্টটি বচ্চন পরিবারের বাসভবন 'জলসা'র বেশ কাছাকাছি অবস্থিত। এই খবর পাওয়ার পর থেকেই নেট পাড়ায় গুঞ্জন, তবে কি পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে ঐশ্বর্যকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিচ্ছেন অভিষেক? যদিও এই বিষয়ে কিছুই জানাননি তিনি।
কবে আসছে 'কল মি বে' সিজন ২?
বলি অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর আবারও প্রেমে পড়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন এবার নাকি ওয়াকার ব্ল্যাঙ্কোকে মন দিয়েছেন অনন্যা। সম্প্রতি অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ 'কল মি বে'-এর মাধ্যমে সিরিজের দুনিয়ায় আত্মপ্রকাশ করেছেন তিনি। প্রথম সিজন মুক্তির পরেই দ্বিতীয় সিজন নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা রয়েছে তুঙ্গে। সম্প্রতি, ওয়েব প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই দ্বিতীয় সিজন নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি আবারও 'বে' হয়ে মন জয় করতে আসছেন অনন্যা।
বিয়ের জন্য পাত্র পাবেন না তৃপ্তি?
সম্প্রতি, একটি টক শোয়ে এসে অভিনেত্রী তৃপ্তি দিমরি বলেন, "অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য পরিবারের সঙ্গে মনোমালিন্য হয়। অনেক আত্মীয়রা বাবা, মাকে বলেছিলেন মেয়ে খারাপ পথে চলে যাচ্ছে। অভিনেত্রী হলে কেউ বিয়ে করবে না। ভাল পাত্র একেবারেই নাকি পাওয়া যাবে না। তখন খুব খারাপ লাগত এইসব শুনে। কিন্তু এখন নিজের মতো করে এগিয়ে যেতে শিখে গিয়েছি।
ঐশ্বর্যকে নিয়ে কী বললেন আলিয়া?
সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানান যে, তিনি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের দ্বারা অনুপ্রাণিত। আলিয়ার কথায়, "যখনই পর্দায় গানের দৃশ্যে অভিনয় করতে হয়, আমি ঐশ্বর্যর পুরনো অভিনয় দেখি। এত সুন্দর ভঙ্গিমা, এত ভাল অভিনয়, ওঁর থেকে শেখার চেষ্টা করি আজও।
