সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের কাল্ট ক্লাসিক কমেডি ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়েল এবার সত্যিই বাস্তব হতে চলেছে। আর সেই সুখবর দিলেন ছবির মূল অভিনেতা আমির খান নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, পরিচালক রাজকুমার সন্তোষী এই মুহূর্তে ছবির এই ছবির চিত্রনাট্যের উপর কাজ করছেন এবং সব কিছু ঠিকঠাক চললে খুব তাড়াতাড়ি শুরু হতে পারে ‘আন্দাজ আপনা আপনা ২’-র শুটিং।

 

১৯৯৪ সালে মুক্তি পাওয়ার পর ‘আন্দাজ আপনা আপনা’ প্রথমে বক্স অফিসে খুব একটা চলেনি, কিন্তু পরবর্তী সময় ধীরে ধীরে এই ছবি হয়ে ওঠে বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ছবি। সলমন খান, আমির খান, করিশ্মা কাপুর ও  রবিনা ট্যান্ডনের জমাটি ও মজাদার রসায়ন, চমকে দেওয়া সংলাপ আর বুদ্ধিদীপ্ত রসিকতা—সব মিলিয়ে ছবিটি পেয়েছে কাল্ট তকমা। এবার সেই ছবির সিক্যুয়েলের খবরে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা।

 

শুধু তাই নয়, আমির খান ইঙ্গিত দিয়েছেন আরও বড় একটি সম্ভাবনার—তিনি নিজে, শাহরুখ খান ও সলমন খানকে একসঙ্গে বড়পর্দায় আস্তে পারেন! আমির জানিয়েছেন, তিনজনেই এই প্রজেক্টে আগ্রহী, কিন্তু অপেক্ষা চলছে এমন একটি চিত্রনাট্যের, যা তাঁদের  জনপ্রিয়তা ও তারকা-মর্যাদার মানদণ্ডে সঠিক নির্ধারণ করতে পারে।

 

“আমি দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, কী ধরনের ছবি তাঁরা আমাদের তিনজনকে একসঙ্গে দেখতে চান। অধিকাংশই কমেডি ছবি চেয়েছেন। আমিও মনে করি, যদি একসঙ্গে আসতে হয়, তবে মজাদার, হালকা ছবি-ই হওয়া উচিত” বলেছেন আমির। এই বড় ঘোষণাগুলি এসেছে আমির খানের সিতারে জমিন পর ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই। ৩ বছরের বিরতির পর এ ছবির মাধ্যমে তিনি ফিরে এসেছেন ‘বড়পর্দায়, যা মুক্তি পেয়েছে গত ২০ জুন। ২০২২ সালে ‘লাল সিং চড্ডা’র বক্স অফিস ব্যর্থতার পর এই ছবিই আমিরের কামব্যাক।

 

তবে আমিরি-বচন শোনার পর এখন সব চোখ রাজকুমার সন্তোষীর কলমের দিকে। বলিউডের অন্যতম প্রিয় ক্লাসিক ফিরে আসার পথে, আর তার সঙ্গে এক ফ্রেমে তিন খান— ভাবলেই আনন্দে-উত্তেজনায় কাঁপছে অনুরাগীরা!