সংবাদ সংস্থা মুম্বই: ‘প্রেম ও অমর’-এর সেই জুটিকে বহু বছর ধরেই ফের পর্দায় দেখার আশায় বুক বাঁধছেন ভক্তরা। তবে, ‘আন্দাজ আপনা আপনা ২’ নিয়ে এখনও সব কিছু ঠিকঠাক হয়নি—এমনটাই জানালেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির স্পষ্টভাবে বলেন, "আমাদের দু'জনের (আমি আর সলমন) চিত্রনাট্য একেবারে ভাল না লাগলে সিনেমা হবে না।" তবে পরিচালক রাজকুমার সন্তোষী এই মুহূর্তে ‘আন্দাজ আপনা আপনা ২’-এর চিত্রনাট্য ঘষামাজা করছেন। তবে আমির জানিয়ে দিলেন, এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

 

আমির খানের কথায়,  “আমি বিশ্বাস করি, গল্প জোর করে বানানো যায় না। রাজ সন্তোষী চেষ্টা করছেন লিখতে, কিন্তু এখনই বলা যাবে না যে সিনেমাটা তৈরি হচ্ছে।” তিনি যোগ করেন, “যতক্ষণ না আমি আর সলমন দু’জনেই এই চিত্রনাট্য শুনে একসঙ্গে ‘হ্যাঁ’ বলি, সিনেমার সবুজ সংকেত মিলবে না।” ‘আন্দাজ আপনা আপনা’-র সিক্যুয়েল নিয়ে উত্তেজনা তুঙ্গে, কিন্তু এই প্রকল্প সামনে এগোতে গেলে আইনি বাধাও রয়েছে।
মূল সিনেমার প্রযোজক বিজয় কুমার সিনহার সন্তানরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন— “আমির কখনও এই ছবির প্রযোজক ছিলেন না, তিনি কেবল অভিনেতা ছিলেন। আমরা কখনও তাঁকে বা রাজ সন্তোষীকে ছবির স্বত্ব বিক্রি করব না।”

 

তবে, তাঁরাও স্বীকার করেছেন যে তাঁদের বাবা জীবিত থাকাকালীন রাজ সন্তোষীর সঙ্গে সিক্যুয়েল নিয়ে বহু আলোচনা চলত।সাম্প্রতিক সময়ে ফের বড়পর্দায় রি-রিলিজ হয়েছিল ১৯৯৪ সালের এই কাল্ট কমেডি, কিন্তু বক্স অফিস সাড়া ছিল বেশ দুর্বল। তবুও অমর-প্রেমের সেই ম্যাজিককে ফিরিয়ে আনার আশায় বুঁদ অনুরাগীরা। কিন্তু এই নতুন সিনেমা তৈরির আগে যেটা দরকার, সেটা হল—একটা দিলখুশ গল্প এবং ঝকঝকে চিত্রনাট্য!