আজকাল ওয়েবডেস্ক: ধনতেরস, দীপাবলিতে, সোনা ও রূপোর দাম ছিল চড়া। কিছু শহরে, সোনা ও রূপো দাম সর্বকালের রেকর্ড ছুঁয়েছে। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৩১ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে, অন্যদিকে রূপো প্রতি কেজিতে ১.৯০ লক্ষ টাকায় পৌঁছেছে। সোনার বাজার বর্তমানে আতঙ্কগ্রস্ত। অনেকের মনে প্রশ্ন হল দীপাবলি এবং ছট পুজোর পর সোনার দাম কমবে কিনা। কেউ কেউ বিশ্বাস করেন যে, দীপাবলির পর সোনার দাম কমবে। সোনার দাম সম্পর্কে শীর্ষস্থানীয় ব্যাঙ্ক এইচএসবিসি নিজস্ব পূর্বাভাস দিয়েছে।

এইচএসবিসি ব্যাঙ্ক জানিয়েছে যে, ২০২৬ সালের প্রথমার্ধে সোনার দাম প্রতি আউন্স ৫,০০০ ডলারে পৌঁছাতে পারে। বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাজারে নতুন ক্রেতাদের আগমনের মতো কারণগুলি এর জন্য দায়ী। বর্তমানে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ৪,০০০ ডলারের কিছুটা বেশি। এর অর্থ হল, দীপাবলি এবং ছট পুজোর পরেও সোনা ও রূপোর দাম বাড়তে থাকবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- সোনার বাজারে আরও বড় কিছু হতে চলেছে, আশঙ্কিত অর্থনীতিবিদরা

ব্যাঙ্কটি আরও জানিয়েছে যে, কেন্দ্রীয় ব্যাঙ্ক প্রচুর সোনা কিনে রেখেছে, ইটিএফ-এ বিনিয়োগ বৃদ্ধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমবে এই প্রত্যাশায় সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি, প্রতি আউন্স স্পট সোনার দাম ৪,৩০০ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। এটা ২০০৮ সালের ডিসেম্বরের পর থেকে সোনার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য সাপ্তাহিক বৃদ্ধি।

তাহলে সোনার দাম কখন কমতে পারে?
এইচএসবিসি অনুমান করেছে যে, ২০২৬ সালের প্রথমার্ধ পর্যন্ত সোনার দাম বেশি থাকবে। তবে, বছরের দ্বিতীয়ার্ধে দামে কিছুটা কমতে পারে বা ওঠানামা লক্ষ্য করা যেতে পারে। ব্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে যে, এই ঊর্ধ্বমুখী প্রবণতা ২০২৬ সালের প্রথমার্ধ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এটি  ২০২৬ সালের প্রথমার্ধে প্রতি আউন্সে সর্বোচ্চ ৫০০০ মার্কিন ডলারে পৌঁছাতে পারে। 

বর্তমানে, দেশের বেশিরভাগ শহরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হল ১৩০,৯১০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ৯৮,২৯০ টাকারও বেশি। বাড়ছে রূপোর দামও। 

আরও পড়ুন-  সোনার দামে ছ্যাঁকা, তবুও দেদার বিক্রি! ধনতেরাসে উপচে পড়া ভিড় দোকানে, কিসের বিক্রি সবচেয়ে বেশি?