আজকাল ওয়েবডেস্ক: যেসব করদাতা এখনও তাঁদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করেননি, তাঁদের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। PAN–Aadhaar লিঙ্ক করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩১ ডিসেম্বর, ২০২৫। এই সময়সীমার মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন না করলে, ১ জানুয়ারি, ২০২৬ থেকে PAN কাজ করবে না। যার ফলে কর সংক্রান্ত ও দৈনন্দিন আর্থিক লেনদেনে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
আয়কর দফতর ২০২৫ সালের ৩ এপ্রিল জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ অক্টোবর, ২০২৪-এর আগে যেসব PAN আধার নম্বর ব্যবহার করে ইস্যু করা হয়েছে, সেগুলির ক্ষেত্রে এই লিঙ্কিং বাধ্যতামূলক। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, ভারতীয় কর আইনের আওতায় এই লিঙ্ক করা এখন একটি বাধ্যতামূলক শর্ত।
এই নির্দেশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাঁদের জন্য, যাঁদের PAN আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে তৈরি হয়েছিল। এমন করদাতাদের এখন অবশ্যই তাঁদের চূড়ান্ত আধার নম্বর ব্যবহার করে PAN লিঙ্ক করতে হবে এবং তা করতে হবে ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যেই। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে।
আগের সময়সীমা ও জরিমানা
এর আগে PAN–Aadhaar লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন, ২০২৩, যা পরে বাড়িয়ে ৩১ মে, ২০২৪ করা হয়। সেই সময়সীমার পরে লিঙ্ক করতে গেলে ১,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। কর বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক যে বাড়তি সময় দেওয়া হয়েছে, তার আওতায় যাঁরা পড়ছেন, তাঁরা যদি নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্কিং সম্পন্ন করেন, তাহলে তাঁদের কোনও জরিমানা দিতে হবে না। তবে যাঁরা আগের সময়সীমা মিস করেছেন, তাঁদের ক্ষেত্রে এখনও ধারা ২৩৪H অনুযায়ী জরিমানা প্রযোজ্য হতে পারে।
কেন PAN–Aadhaar লিঙ্ক জরুরি
একটি অকার্যকর PAN থাকলে আয়কর রিটার্ন দাখিল, রিফান্ড পাওয়া, কিংবা PAN বাধ্যতামূলক এমন কোনও আর্থিক লেনদেন করা সম্ভব হবে না। পাশাপাশি, TDS বা TCS বেশি হারে কাটা, ১৫জি বা ১৫এইচ ফর্ম বাতিল, এমনকি ব্যাঙ্ক, মিউচুয়াল ফান্ড বা ব্রোকারেজ পরিষেবা স্থগিত হওয়ার আশঙ্কাও থাকে KYC সমস্যার কারণে। কর রিফান্ড আটকে যাওয়ার ঝুঁকিও থাকে।
অনলাইনে সহজ প্রক্রিয়া
আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টাল মারফত PAN–Aadhaar লিঙ্ক করার প্রক্রিয়া অত্যন্ত সহজ। করদাতাদের পরামর্শ দেওয়া হচ্ছে, আগেভাগেই তাঁদের লিঙ্কিং স্ট্যাটাস পরীক্ষা করতে এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর আপডেট রয়েছে কি না তা নিশ্চিত করতে, যাতে শেষ মুহূর্তে কোনও সমস্যায় পড়তে না হয়।
&t=19s
সময়মতো এই প্রক্রিয়া সম্পন্ন করলে ভবিষ্যতে অযথা দুশ্চিন্তা ও আর্থিক জটিলতা এড়ানো সম্ভব হবে।
