আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালে ভারতীয় শেয়ারবাজারে মোট ১৫টি ছুটি  থাকবে বলে জানিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। প্রকাশিত ২০২৬ সালের হলিডে ক্যালেন্ডার অনুযায়ী, এই দিনগুলিতে ইক্যুইটি, ডেরিভেটিভস ও অন্যান্য সেগমেন্টে লেনদেন বন্ধ থাকবে। 


তথ্য অনুযায়ী, মহাশিবরাত্রি, ইদ-উল-ফিতর, স্বাধীনতা দিবস এবং দীপাবলি লক্ষ্মীপুজোর মতো গুরুত্বপূর্ণ কয়েকটি উৎসব ২০২৬ সালে শনিবার বা রবিবারে পড়েছে। ফলে ওই দিনগুলির জন্য আলাদা করে বাজার বন্ধের প্রয়োজন হবে না।


ছুটির নিরিখে ২০২৬ সালের মার্চ মাসেই সবচেয়ে বেশি বাজার ছুটি, মোট তিনটি। এরপর এপ্রিল ও মে মাসে রয়েছে দুটি করে ছুটি। বিনিয়োগকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ ট্রেডিং পরিকল্পনা ও পোর্টফোলিও ব্যবস্থাপনায় এই ছুটির তালিকা বড় ভূমিকা নেয়।


২০২৬ সালের শেয়ারবাজারের ছুটির তালিকা :
২৬ জানুয়ারি – প্রজাতন্ত্র দিবস
৩ মার্চ – হোলি
২৬ মার্চ – রাম নবমী
৩১ মার্চ – মহাবীর জয়ন্তী
৩ এপ্রিল – গুড ফ্রাইডে
১৪ এপ্রিল – ড. বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী
১ মে – মে দিবস
২৮ মে – বকর ইদ
২৬ জুন – মহরম
১৪ সেপ্টেম্বর – গণেশ চতুর্থী
২ অক্টোবর – মহাত্মা গান্ধী জয়ন্তী
২০ অক্টোবর – দশেরা
১০ নভেম্বর – দীপাবলি 
২৬ নভেম্বর – গুরু নানক দেব
২৫ ডিসেম্বর – বড়দিন


এদিকে, সাম্প্রতিক বাজার পরিস্থিতির দিকে তাকালে দেখা যাচ্ছে, ভারতীয় শেয়ারবাজারে লাল ইঙ্গিত দিয়েছে। নতুন কোনও বড় ইতিবাচক ইঙ্গিতের অভাব এবং আন্তর্জাতিক বাজারের মিশ্র সংকেতের মধ্যে বিনিয়োগকারীরা লাভ তুলে নেওয়ায় চাপ তৈরি হয়েছে।


সেন্সেক্স ৩৬৭ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ কমে বন্ধ হয় ৮৫,০৪১.৪৫ পয়েন্টে। নিফটি ৫০-ও ১০০ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়ায় ২৬,০৪২.৩০ পয়েন্টে। বিএসই মিডক্যাপ সূচক ০.১৮ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ০.৩৪ শতাংশ হ্রাস পায়।


তবে সাপ্তাহিক হিসেবে বাজার সামান্য লাভেই শেষ করেছে। ২৬ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে সেন্সেক্স ১১২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে টানা দুই সপ্তাহের পতনের ধারা ভাঙে। নিফটি ৫০-ও ০.৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে টানা তিন সপ্তাহের লোকসান কাটিয়ে ওঠে।

&t=315s


বিশেষজ্ঞদের মতে, ছুটির কারণে স্বল্প লেনদেনের সপ্তাহে বাজারে সতর্কতা দেখা গেছে। হালকা মুনাফা তোলার প্রবণতা থাকলেও বাজারের সামগ্রিক কাঠামো এখনও ইতিবাচক। শক্তিশালী দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি এবং আয় বৃদ্ধির প্রত্যাশা বাজারকে নতুন বছরের আগে একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে সাহায্য করছে।