আজকাল ওয়েবডেস্ক: আরও স্বস্তি পেল আমজনতা। খাদ্য, জ্বালানি এবং কয়েকটি উৎপাদিক পণ্যের দাম কমল। চলতি বছরে ভারতে পাইকারি মূল্যস্ফীতি বিগত ১৩ মাসের মধ্যে সবথেকে বেশি কমল। এটি কমে গিয়ে হল ০.৮৫ শতাংশ। সরকারি একটি তথ্য থেকে দেখা গিয়েছে মার্চ মাসে এটি ছিল ২.০৫ শতাংশ এবং এপ্রিল মাসে ছিল ১.১৯ শতাংশ।


তবে কেন কমল এই দাম। এই প্রশ্নের উত্তর হল পাইকারি দাম কমার কারণ হল খাদ্য এবং জ্বালানির দাম কমেছে। যদিও সামগ্রিকভাবে দাম সামান্য বৃদ্ধি রয়েছে। তবে এই বৃদ্ধির হার অতি ধীর। ফলে সেটা বোঝা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে উৎপাদিক খাদ্যপণ্য, রাসায়নিক যন্ত্রপাতি এবং পরিবহন সরঞ্জামের কিছু মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতিকে ইতিবাচক দিকে ধরে রেখেছিল।


অন্যদিকে পাইকারি মূল্য সূচকের সবথেকে বড় অংশ তৈরি করা উৎপাদিত পণ্যের দাম এপ্রিল মাসে ২.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক পণ্যের দাম খানিকটা বেড়ে হয়েছে ১.৪৪ শতাংশ। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাত সস্তা হয়েছে। 


তবে সবথেকে বেশি স্বস্তি দেখা গিয়েছে দৈনন্দিন রান্নাঘরের জিনিসের ক্ষেত্রে। সবজির দাম অনেকটাই সস্তা হয়েছে। এপ্রিল মাসে এর দাম ১৮ শতাংশের বেশি কমেছে। পেঁয়াজের দাম কমেছে। আলুর দামও অনেকটা সস্তা হয়েছে। 


পাশাপাশি খুচরো মূল্যবৃদ্ধি যা দেখা গিয়েছে সেখান থেকে দেখা গিয়েছে এপ্রিল মাসে ৫ বছরের সর্বনিম্ন ৩.১৬ শতাংশে নেমে এসেছে। এটি মার্চে ছিল ৩.৩৪ শতাংশ। ফলে সেখানেও বাড়তি স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের মনে।