আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ডাক বিভাগ সারা দেশে মানুষকে নিরাপদ বিনিয়োগ এবং ভাল রিটার্ন প্রদানের লক্ষ্যে ক্রমাগত আকর্ষণীয় সঞ্চয় প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পগুলোর মধ্যে একটি হল টাইম ডিপোজিট স্কিম, যা অল্প সময়ের মধ্যে বেশি সঞ্চয় করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। এই প্রকল্পটি শহুরে ও গ্রামীণ উভয় এলাকার বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

টাইম ডিপোজিট স্কিম কী?
টাইম ডিপোজিট স্কিমের অধীনে, যেকোনও ব্যক্তি তাঁর সুবিধা অনুযায়ী এক বছর, দুই বছর, তিন বছর বা পাঁচ বছরের জন্য টাকা জমা দিতে পারেন। এই প্রকল্পে মাত্র এক হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়, যা ছোট বিনিয়োগকারীদেরও সুবিধা পেতে সাহায্য করে। এই প্রকল্পটি সম্পূর্ণ সরকার-সমর্থিত, তাই বিনিয়োগ নিরাপদ বলে বিবেচিত হয়।

বিভিন্ন মেয়াদের জন্য আকর্ষণীয় সুদের হার
এই প্রকল্পে সুদের হার মেয়াদের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। যদি কোনও বিনিয়োগকারী এক বছরের জন্য এক লক্ষ টাকা জমা দেন, তবে তিনি বার্ষিক ৬.৯ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। পাঁচ বছরের বিনিয়োগের জন্য সুদের হার বেড়ে ৭.৫ শতাংশ হয়। দীর্ঘ সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদের সুবিধা বিনিয়োগের পরিমাণকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে।

আয়কর ছাড়ও পাওয়া যায়
টাইম ডিপোজিট স্কিমের আরেকটি বড় সুবিধা হল, পাঁচ বছরের জন্য করা আমানত আয়কর আইন অনুযায়ী কর ছাড়ের যোগ্য। এটি কেবল সঞ্চয়ই বাড়ায় না, বরং কর পরিকল্পনাতেও সহায়তা করে। যারা কর সাশ্রয়ের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ চান, তাদের জন্য এই প্রকল্পটি খুবই উপযোগী।

টাকা তোলার সুবিধাও রয়েছে
ডাক বিভাগের এই প্রকল্পটি বিনিয়োগকারীকে নমনীয়তাও প্রদান করে। জমা করা টাকা ছয় মাস পর যেকোনও সময় তোলা যেতে পারে। এই সুবিধাটি তাদের জন্য বিশেষভাবে উপযোগী, যাদের ভবিষ্যতে অপ্রত্যাশিতভাবে টাকার প্রয়োজন হতে পারে। এছাড়াও, একক এবং যৌথ উভয় অ্যাকাউন্টের বিকল্প উপলব্ধ রয়েছে।

ছোট বিনিয়োগে বড় সঞ্চয়ের সুযোগ
টাইম ডিপোজিট স্কিমটি বিশেষভাবে তাঁদের জন্য তৈরি করা হয়েছে, যাঁরা কম ঝুঁকিতে নিশ্চিত রিটার্ন চান। বেতনভোগী কর্মচারী, কৃষক, গৃহিণী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই প্রকল্পের মাধ্যমে তাদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত করতে পারেন এবং সময়ের সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের রিটার্ন অর্জন করতে পারেন।