আজকাল ওয়েবডেস্ক:  মিউচুয়াল ফান্ড সম্প্রতি তাদের এসআইপি বিশ্লেষণ রিপোর্ট প্রকাশ করেছে। এখানে বিনিয়োগকারীদের মনে থাকা নানা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে, আগস্ট মাসে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট এসআইপি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দাঁড়িয়েছে ১৫,১৮,৩৬৮ কোটি টাকায়, যা মোট মিউচুয়াল ফান্ড সম্পদের প্রায় ২০.২ শতাংশ। আগস্ট ২০২৫–এ এসআইপি অবদান ছিল ২৮,২৬৫ কোটি, যা জুলাই মাসের ২৮,৪৬৪ কোটির তুলনায় সামান্য কম।


রিপোর্টে মূলত চারটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। এসআইপিতে বিনিয়োগের সেরা সময় কখন? কত ঘন ঘন বিনিয়োগ করা উচিত? মাসের কোন তারিখে এসআইপি শুরু করা ভালো? দীর্ঘমেয়াদি বিনিয়োগ দিগন্ত কেমন হওয়া উচিত?


রিপোর্ট বলছে, দীর্ঘমেয়াদে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যেকোনও ফ্রিকোয়েন্সিতেই বিনিয়োগ করা হোক না কেন, গড় রিটার্নের মধ্যে তেমন পার্থক্য হয় না। আগাস্ট ১৯৯৬ থেকে অগাস্ট ২০২৫ পর্যন্ত সময়কাল নিয়ে করা বিশ্লেষণে দেখা গেছে প্রতিদিন ১,০০০ বিনিয়োগ করলে, প্রতি সপ্তাহে ৭,০০০ বিনিয়োগ করলে, প্রতি মাসে ৩০,৩৮৭ বিনিয়োগ করলে এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন প্রায় সমান হয়েছে। দৈনিক ও সাপ্তাহিক ১৪.২০% এবং মাসিক ১৪.১৯%। তাই রিপোর্টের মতে, ফ্রিকোয়েন্সি নিয়ে মাথা ঘামানোর চেয়ে আগে শুরু করা এবং দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনায় নতুন মোড়: এবার কী করলেন ট্রাম্প


রিপোর্টে ২৮ বছরের বেশি সূচক তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, ১০ বছরের এসআইপিতে কোন তারিখ বেছে নেওয়া হল, তার উপর খুব একটা পার্থক্য পড়ে না। তবে বিশেষ পরামর্শ হল বিনিয়োগকারীর যখন বেতন ব্যাঙ্কে জমা হয় সেই তারিখে এসআইপি শুরু করাই সবচেয়ে সুবিধাজনক। এতে শৃঙ্খলা বজায় থাকে।


রিপোর্টে তিনটি মার্কেট ক্যাপ সেগমেন্ট—লার্জ, মিড ও স্মল ক্যাপ—তুলনা করা হয়েছে। নিফটি মিডক্যাপ 150 TRI দিয়েছে গড়ে ১৭.৪০% রিটার্ন, নিফটি 100 (লার্জ ক্যাপ) দিয়েছে ১৩% রিটার্ন, নিফটি স্মলক্যাপ 250 দিয়েছে ১৪.৭০% রিটার্ন। অতএব, দীর্ঘমেয়াদী এসআইপি বিনিয়োগকারীদের জন্য মিডক্যাপ সেগমেন্ট ভালো সম্ভাবনা দেখিয়েছে।


৩ থেকে ১৫ বছরের এসআইপি রিটার্ন তুলনা করে রিপোর্ট বলছে ইকুইটি স্বভাবতই অস্থির একটি সম্পদশ্রেণি। তবে বিনিয়োগ সময়কাল যত দীর্ঘ হয়, অস্থিরতা তত কমে আসে এবং রিটার্ন আরও স্থিতিশীল হয়ে ওঠে।


এসআইপিতে সফল হতে চাইলে মূল মন্ত্র হল আগে শুরু করা। নিয়মিত ও শৃঙ্খলার সঙ্গে চালিয়ে যাওয়া।  দীর্ঘমেয়াদে বিনিয়োগ ধরে রাখা। তারিখ, ফ্রিকোয়েন্সি বা বাজারের ওঠানামার সময় নির্বাচন করা অতটা গুরুত্বপূর্ণ নয়। বরং ধৈর্য আর ধারাবাহিকতাই আর্থিক লক্ষ্য পূরণে সবচেয়ে বড় চাবিকাঠি।