আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট আমানত বা ফিক্সড ডিপোজিট খোলার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাত্র ৫০ বেসিস পয়েন্টের (০.৫০%) পার্থক্যও সময়ের সাথে বড় অঙ্কের সঞ্চয়ে পরিণত হতে পারে। অনেকেই ভাবেন, অল্প কিছু হারের পার্থক্যে খুব একটা লাভ হয় না—কিন্তু বাস্তবে এর প্রভাব যথেষ্ট বড়।


উদাহরণ হিসেবে ধরা যাক—আপনি যদি ৫ লক্ষ টাকা তিন বছরের জন্য একটি নির্দিষ্ট আমানতে বিনিয়োগ করেন এবং মাত্র ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান, তাহলে অতিরিক্ত লাভ হবে প্রায় ৭,৫০০ টাকা। আর যদি আমানতের পরিমাণ বেড়ে ১০ লক্ষ টাকা হয়, তাহলে এই অতিরিক্ত আয় দাঁড়াবে ১৫,০০০ টাকায়। অর্থাৎ সামান্য সুদের পার্থক্য দীর্ঘমেয়াদে আপনাকে যথেষ্ট বাড়তি আয় এনে দিতে পারে।


আরও গুরুত্বপূর্ণ বিষয় হল—বেশিরভাগ ব্যাঙ্কই সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ দেয়। ফলে বয়স্ক নাগরিকরা তাদের সঞ্চয় থেকে তুলনামূলকভাবে বেশি আয় করতে পারেন।


এইচডিএফসি ব্যাঙ্ক
এই ব্যাঙ্ক তিন বছরের নির্দিষ্ট আমানতে সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৯৫% সুদ দেয়। সাধারণ আমানতকারীরা পান ৬.৪৫% সুদ, যা এর থেকে ৫০ বেসিস পয়েন্ট কম।


আইসিআইসিআই ব্যাঙ্ক
বেসরকারি খাতের এই ব্যাঙ্কটি তিন বছরের এফডিতে সিনিয়র সিটিজেনদের ৭.১% সুদ প্রদান করে। সাধারণ নাগরিকদের জন্য এই হার ৬.৬%।


কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
কোটাক তিন বছরের স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯০% সুদ দেয়। সাধারণ আমানতকারীদের ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কম।


ফেডারেল ব্যাঙ্ক
ফেডারেল ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের তিন বছরের আমানতে ৭% সুদ দেয়, যেখানে সাধারণ গ্রাহকরা পান ৬.৫% সুদ।


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক SBI তিন বছরের FD-তে সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৮% সুদ নির্ধারণ করেছে। সাধারণ আমানতকারীরা পান ৬.৩% সুদ—যা ৫০ বেসিস পয়েন্ট কম।


কানারা ব্যাঙ্ক
কানারা ব্যাঙ্ক তিন বছরের আমানতে প্রবীণ গ্রাহকদের জন্য ৬.৭৫% সুদ প্রদান করে। সাধারণ গ্রাহকদের জন্য এই হার ৬.২৫%।


ইউনিয়ন ব্যাঙ্ক
ইউনিয়ন ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের তিন বছরের নির্দিষ্ট আমানতে ৭.১% সুদ দেয়, যা সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০% বেশি।


সার্বিকভাবে দেখা যায়, প্রতিটি ব্যাঙ্কই সুদের হারে সামান্য তারতম্য রেখে সিনিয়র সিটিজেনদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। তাই এফডি খোলার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সঠিক ব্যাঙ্ক নির্বাচন করলে একই টাকায় আপনি আরও বেশি আয় করতে পারবেন—যা আপনার আর্থিক স্থিতি ও ভবিষ্যৎ সঞ্চয় পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।