আজকাল ওয়েবডেস্ক: ক্রিসমাসের পর ফের চাঙ্গা হল শেয়ার বাজার। এদিন দিনের শুরুতে বাজার খুলতেই ব্যাঙ্ক সেক্টর পয়েন্ট লাভ করল। ফলে সেনসেক্স এবং নিফটি দুটি জায়গাতেই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। এদিন সেনসেক্স ৩৬৯.৫৯ পয়েন্ট লাভ করে। অন্যদিকে নিফটি ফিফটি ১০০.০৫ পয়েন্ট লাভ করেছে। শেয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, আরবিআই সম্প্রতি যে জিডিপি নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে সরাসরি বাজারে তার প্রভাব ফেলেছে।
এদিন শুরু থেকেই বিভিন্ন ব্যাঙ্ক সেক্টর ভাল লাভ করতে শুরু করে। সেখান থেকে ভারত পেট্রোলিয়াম একধাক্কায় ২.০৪ শতাংশ উপরে ওঠে। অন্যদিকে ভারতের অন্যতম সেরা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একধাক্কায় ১.১৩ শতাংশ বেড়ে যায়। এসবিআই লাইফ ইনস্যুরেন্স ১.১০ শতাংশ হারে এগিয়ে গিয়েছে। আদানি পোর্ট এবং স্পেশাল ইকোনমিক জোন ১.০৯ শতাংশ হারে লাভ করেছে।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ১.০৮ শতাংশ হারে লাভের মুখ দেখেছে। অন্যদিকে এশিয়ান পেইন্টস এগিয়ে গিয়েছে ০.৬২ শতাংশ হারে এগিয়েছে। টেক মাহিন্দ্রা পড়েছে ০.৫২ শতাংশ। কিপলা পেয়েছে ০.৩৮ শতাংশ। পাশাপাসি নিফটি পিএসইউ ব্যাঙ্ক ১.১৩ শতাংশ হারে লাভের মুখ দেখেছে। নিফটি ব্যাঙ্ক এবং নিফটি স্পেশাল ফিনান্সিয়াল সার্ভিস দুটিই ০.৫৭ শতাংশ হারে লাভ করেছে।
নিফটি অটো বেড়ে হয়েছে ০.৫০ শতাংশ। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস খানিকটা বেড়ে হয়েছে ০.৬৫ শতাংশ। নিফটি মেটাল এদিন বেড়ে হয়েছে ০.১৩ শতাংশ। নিফটি ফিনান্সিয়াল সার্ভিস পেয়েছে ০.১৮ শতাংশ। নিফটি মিডিয়া কিন্তু নিচের দিকে নেমেছে। সে পেয়েছে ০.৮০ শতাংশ। নিফটি রিয়েলিটি পেয়েছে ০.৬৮ শতাংশ। নিফটি আইটির ক্ষতি হয়েছে ০.১৬ শতাংশ। নিফটি ফার্মা নিচের দিকে নেমে হয়েছে ০.২৯ শতাংশ। নিফটি হেলথকেয়ার ইনডেক্স নিচের দিকে নেমে হয়েছে ০.২৪ শতাংশ।
