আজকাল ওয়েবডেস্ক: যদি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা আয় করতে চান তাহলে অন্য কোথাও না গিয়ে সরকারের উপরেই ভরসা রাখুন। তাহলেই সেখান থেকে পেতে পারেন বিরাট লাভের টাকা।


পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস স্কিম আপনাকে দিতে পারে নতুন জীবন। এটির সঙ্গে সরকারের সরাসরি যোগ রয়েছে। যারা এখানে বিনিয়োগ করবেন তারা নিশ্চিত হয়েই বিনিয়োগ করতে পারেন। এখানে ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।


এই অ্যাকাউন্টের সময়সীমা রয়েছে ৫ বছর। যদি ৩ বছর পর আপনি একে বন্ধ করে দেন তাহলে ২ শতাংশ ডিপোজিট চার্জ কেটে নেওয়া হবে। যদি ৩ থেকে ৫ বছরের মধ্যে বন্ধ করে দেন তাহলে ১ শতাংশ হারে ডিপোজিট চার্জ কেটে নেওয়া হবে। 


যদি এখানে আপনি ৫ লক্ষ টাকা রাখেন তাহলে সেখান থেকে মাসে আপনি ৩ হাজার ৮৩ টাকা পাবেন। যদি ৯ লক্ষ টাকা রাখেন তাহলে মাসে ৫ হাজার ৫৫০ টাকা পাবেন। যদি ১৫ লক্ষ টাকা রাখেন তাহলে ৯ হাজার ২৫০ টাকা করে পাবেন। এই অফার রয়েছে ৫ বছরের জন্য।


এখানে অ্যাকাউন্ট খুলতে হলে ভারতীয় হতে হবে। একসঙ্গে আপনি তিনজনের সঙ্গে মিলে জয়েন্ট করে খুলতে পারেন। যদি ছোটো কারও নাম থাকে তাহলে তার অভিভাবক হিসাবে একজনের নাম থাকতে পারে। এখানে প্রতি মাসে সুদ পাওয়া যাবে। যদি আপনি সুদের টাকা না তোলেন তাহলে সেটি আরও বেশি হয়ে আপনার কাছে আসবে না। 

 


এখানে বিনিয়োগ করার প্রথম এক বছর পর্যন্ত টাকা তুলে নেওয়া যাবে না। যদি সেটা করেন তাহলে সেখানে পেনাল্টি কেটে নেওয়া হবে। যদি মনে করেন নিজের অ্যাকাউন্ট বন্ধ করবেন তাহলে একটি দরখাস্ত পোস্ট অফিসে দিলেই সেটি বন্ধ হয়ে যাবে।

 


৫ বছর পর পুরো টাকা আপনি তুলে নিতে পারেন। সেজন্য আপনাকে একটি আবেদন করতে হবে পোস্ট অফিসে। যদি সময়ের আগে প্রধান বিনিয়োগকারীর মৃত্যু হয়ে যায় তাহলে অতি সহজেই তার নমিনি সেই টাকা পেয়ে যাবেন। সেই নমিনি সুদের টাকাও পাবেন। 

 


তবে টাকা বিনিয়োগ করার আগে পোস্ট অফিসে গিয়ে সমস্ত তথ্য জেনে নেবেন। যদি আপনি কোনও প্রতারণার শিকার হন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।