আজকাল ওয়েবডেস্ক:  ৩০ বছরে ১২% রিটার্ন থাকলেও কিভাবে ৩৬ লাখ টাকা হয়ে গেল মাত্র ৩৮ লাখ? এখানে কেউ না কেউ সংখ্যার খেলায় গোলমাল করছে — আর সেটা আপনার পক্ষে নয়। এই ভুলটা আসলে একটা ক্লাসিক ভুল — ‘রিয়েল’ (মুদ্রাস্ফীতি সমন্বিত) আর ‘নমিনাল’ (বাস্তব অর্থমূল্যের) সংখ্যাকে একসঙ্গে মিশিয়ে ফেলা। এটা আপেল আর কমলালেবু মেশানোর মতো—ফলাফল অদ্ভুত হবেই।


৩৬ লাখ টাকা আসলে ৩০ বছরে বিনিয়োগ করা মোট অর্থ — অর্থাৎ নমিনাল মানে (বাস্তব টাকা) ধরা হয়েছে। কিন্তু শেষের ৩৮ লাখ টাকার হিসাবটা মুদ্রাস্ফীতির পর সমন্বয় করা অর্থে (রিয়েল ভ্যালুতে) দেখানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মনে হয়েছে, রিটার্ন আশ্চর্যজনকভাবে কম!
যদি আপনি বিনিয়োগের পরিমাণ আজকের টাকার দামে দেখান, তবে আপনার লাভ, কর, ফি, এবং চূড়ান্ত পরিমাণও সেই একই দামে দেখাতে হবে। এক পাশে মুদ্রাস্ফীতি সমন্বয় করে, আরেক পাশে না করলে সমীকরণটাই বিকৃত হয়ে যায়।


এই ভুলের মধ্যে তিনটি বড় ত্রুটি ছিল। প্রথমত, ৩৬ লাখকে ধরা হয়েছে বাস্তব অর্থে, কিন্তু চূড়ান্ত ৩৮ লাখকে ধরা হয়েছে মুদ্রাস্ফীতি-সমন্বিত অর্থে। দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতি কেবল চূড়ান্ত মূল্যের উপর প্রয়োগ করা হয়েছে—কিন্তু কর, কমিশন বা বিনিয়োগকৃত টাকার উপর নয়। এতে খরচ ও ফি অনেক বেশি দেখিয়েছে, অথচ আয় কমিয়ে দিয়েছে। যদি আপনি ৩৬ লাখ টাকা বাস্তবে বিনিয়োগ করেন, তাহলে আপনার লাভ, কর, কমিশন—সবকিছুই সেই বাস্তব অর্থমূল্যে দেখাতে হবে।


দীর্ঘমেয়াদি রিটার্ন বিশ্লেষণ করতে হলে — হয় সবকিছু নমিনাল শর্তে তুলনা করুন (অর্থাৎ কোনো মুদ্রাস্ফীতি সমন্বয় ছাড়া), অথবা সবকিছুই মুদ্রাস্ফীতির জন্য সমন্বয় করুন—বিনিয়োগ, কর, ফি, এবং চূড়ান্ত মূল্যসহ।


সত্যিকারের সম্পদ বৃদ্ধির বিশ্লেষণ করতে হলে সব সংখ্যাকে একইভাবে দেখতে হবে। যদি আপনি মুদ্রাস্ফীতির প্রকৃত প্রভাব দেখতে চান, তাহলে প্রতিটি উপাদানই সেই অনুযায়ী সমন্বয় করুন। আর যদি শুধু আসল টাকার হিসাব দেখতে চান, তাহলে সব নমিনাল সংখ্যাতেই থাকুন।


অনেক সময় কিছু বিশ্লেষক বা প্রভাবশালী পোস্টে শুধুমাত্র আংশিক মুদ্রাস্ফীতি সমন্বয় দেখিয়ে ইক্যুইটি এসআইপি-র (SIP) প্রকৃত রিটার্নকে কম দেখানো হয়, যদিও ইতিহাস বলছে—দীর্ঘমেয়াদে শেয়ারবাজার সবসময় মুদ্রাস্ফীতিকে ছাড়িয়ে গেছে।


 “সংখ্যা” সবসময় সত্যি কথা বলে না, যদি তা ভুলভাবে উপস্থাপন করা হয়। ভাইরাল ফাইন্যান্স পোস্ট বা চমকপ্রদ গণনায় বিশ্বাস করার আগে পরামর্শ হল, সব সংখ্যাই কি একই স্কেলে আছে? যদি না থাকে, তাহলে সেই হিসাব বিভ্রান্ত করবে, সাহায্য নয়। সব যে গণিত দেখায়, তা ভালো গণিত নয়।