আজকাল ওয়েবডেস্ক: বাজারে এল জিও-র নতুন ওয়াইফাই সিক্স রাউটার। এটি যদি ক্রেতারা ব্যবহার করেন তাহলে সেখান থেকে তারা বিরাট সুবিধা পাবেন। যেভাবে এটি তৈরি করা হয়েছে তাতে এরফলে এতদিন ধরে চলা সমস্ত ধরণের ইন্টারনেটের সমস্যা সমাধান হয়ে যাবে।


এই রাউটারের দাম করা হয়েছে ৫৯৯৯ টাকা। ফলে এটি সহজেই কেউ ব্যবহার করতে পারবেন। সেটি নিজের ঘরে হোক বা অফিসে। সর্বত্রই এটি দারুণভাবে কাজ করবে। এর রয়েছে ডুয়েল ব্যান্ড। থাকছে ৪৮০০ এমবিপিএস স্পিড। এর আওতা থাকছে অনেকটা বেশি। ফলে সেখান থেকে এটিকে নিয়ে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন সকলে।


এই ডিভাইসের সবথেকে বড় গুন হল এটি একসঙ্গে ১০০ টির বেশি ডিভাইসের সঙ্গে যুক্ত থাকতে পারে। সঙ্গে থাকছে জিও-র ভরসা। ফলে যাদের হাইস্পিড ইন্টারনেট নিয়ে মাথাব্যথা রয়েছে তাদের কাছে জিও-র এই রাউটার হতে পারে একেবারে সোনার খনি। এটি নিজের বড় পরিবারের সকলেই ব্যবহার করতে পারবেন। যারা সারাদিন ধরে গেম খেলতে পছন্দ করেন তারাও এটিকে অতি সহজে কাজে লাগাতে পারবেন। ঘরের মধ্যে তৈরি হবে নতুন একটি পরিবেশ যা আপনাকে বিরাট আনন্দ দেবে।


এখানে থাকছে ২.৪ গিগা হার্ডজের এবং ৫ গিগা হার্ডডের ক্ষমতা। অন্য কেউ এর পাসওয়ার্ড চুরি করতে পারবে না। ফলে ঘরে বসে হোক বা অফিসে সর্বত্রই জোরালো ইন্টারনেট পরিষেবা মিলবে অতি সহজেই। এটির সর্বোচ্চ নেট স্পিড থাকবে ৬ হাজার এমবিপিএস। ফলে এর ধারেকাছে থাকা বাকি রাউটাররা এবার পিছনে চলে যেতে বাধ্য হবে।


এর আরও একটি বিরাট সুবিধা হল এটি একেবারে সিমলেস থাকছে। ফলে আপনার নিজের ইচ্ছামতো আপনি একে নিয়ে যেখানে খুশি যেতে পারেন। কোনও আলাদা করে ল্যান কানেকশনের দরকার নেই। ফলে যদি কখনও আপনি বাইরে চলে যান তাহলে সেখান থেকেও আপনি এটিকে সঙ্গে নিয়ে যেতে পারেন। সেখানে আপনার নিজের ইচ্ছামতো এলাকায় এটি চলবে।