আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) দেশের ব্যাঙ্কিং পরিষেবায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। যা সারা দেশের লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টকে প্রভাবিত করবে। এই পরিবর্তনগুলির ফলে কিছু অ্যাকাউন্ট বন্ধও হয়ে যেতে পারে। এই কারণেই অ্যাকাউন্টধারীদের জন্য নতুন নিয়মগুলো বোঝা এবং কোনও সমস্যা এড়াতে সময়মতো পদক্ষেপ নেওয়া জরুরি।
ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং দক্ষ করে তোলার জন্য আরবিআই নির্দিষ্ট কিছু ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর উদ্দেশ্য হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকিং-সহ বিভিন্ন ধরনের জালিয়াতি কমানো এবং ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থাকে শক্তিশালী করা। এই পদক্ষেপগুলির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাঙ্ক ব্যাঙ্কিং ব্যবস্থায় থাকা ত্রুটিগুলি দূর করতে এবং গ্রাহকদের জন্য উন্নত সুরক্ষা ও পরিষেবা নিশ্চিত করতে চায়।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তিন ধরনের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। কোন কোন অ্যাকাউন্ট প্রভাবিত হবে এবং কেন? আপনার যা জানা প্রয়োজন, সে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল-
ডরম্যান্ট অ্যাকাউন্ট
যে অ্যাকাউন্টে দুই বছর বা তার বেশি সময় ধরে কোনও টাকা জমা বা তোলা হয়নি, তাকে ডরম্যান্ট অ্যাকাউন্ট বলা হয়। এই ধরনের অ্যাকাউন্টগুলি সহজেই হ্যাকারদের নিশানা হয়। কারণ, এগুলি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয় না। গ্রাহকদের সুরক্ষা দিতে এবং জালিয়াতি কমাতে, আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে এই অ্যাকাউন্টগুলি অব্যবহৃত থাকলে বন্ধ করে দেওয়া হতে পারে।
ইন্যাক্টিভ অ্যাকাউন্ট
ইন্যাক্টিভ অ্যাকাউন্ট হল সেই সব অ্যাকাউন্ট যেগুলিতে দীর্ঘ সময় ধরে, সাধারণত ১২ মাস বা তার বেশি সময় ধরে কোনও লেনদেন হয়নি। এই অ্যাকাউন্টগুলি অপব্যবহারের ঝুঁকিও বেশি থাকে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্টধারক সময়মতো অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় না করলে এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি একটি ছোট লেনদেন করলেও অ্যাকাউন্টটি সক্রিয় রাখা সম্ভব।
জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট
যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে দীর্ঘ সময় ধরে শূন্য ব্যালেন্স থাকে, সেগুলিও বন্ধ করে দেওয়া হতে পারে। আরবিআই এই ধরনের অ্যাকাউন্টের অপব্যবহার বন্ধ করতে এবং আর্থিক ঝুঁকি কমাতে চায়। এই পদক্ষেপ গ্রাহকদের তাঁদের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে উৎসাহিত করে এবং ব্যাঙ্কগুলিকে কেওয়াইসি বিবরণী সঠিক আছে কি না তা নিশ্চিত করতে সহায়তা করে।
