আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট মানেই হল সঠিক সময় পর ভাল রিটার্ন হাতে পাওয়া। সেখান থেকে দেখতে হলে দেশের বিভিন্ন ব্যাঙ্ক তাদের সুদের হার ঘোষণা করে থাকে। সেগুলি জানা থাকলেই ঘরে আসবে ভাল টাকা।
এসবিআইতে যদি বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাশ হারে সুদ। যদি এখানে ৭ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ বছর পর জেনারেল সিটিজেনরা পাবেন ৮,৫৫,৬৭৫ টাকা। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৮,৬৮,৩৮৩ টাকা।
পিএনবিতে যদি বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটেজেনরা পাবেন ৭.৫০ শতাংশ হারে সুদ। যদি এখানে ৭ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৩ বছর পর জেনারেল সিটিজেনরা হাতে পাবেন ৮,৬২,৮ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.৭৪,৮০১ টাকা।
এইচডিএফসি ব্যাঙ্কে যদি বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ হারে সুদ। যদি এখানে ৭ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৮,৬২,০০৮ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৮,৭৪,৮০১ টাকা।
আইসিআইসিআই ব্যাঙ্কে যদি বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ হারে সুদ। যদি ৭ লক্ষ টাকা ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৮,৬২,০০৮ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৮,৭৪,৮০১ টাকা।
তাহলে দেখতেই পারলেন দেশের এই চারটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার কত দেবে। এখানে জেনারেল সিটিজেন থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলেই নিজের মতো করে টাকা বিনিয়োগ করতে পারবেন। সেখানে কোনও সমস্যা হবে না।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। যদি কোনও প্রতারণার শিকার হন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
