আজকাল ওয়েবডেস্ক: যদি ইপিএফও নম্বরে আপনার নাম থাকে তাকে একটি বিরাট সুবিধা এসেছে আপনার জন্য। নিজের ব্যালেন্স জানার জন্য আপনাকে অফিসে যেতে হবে না। অনলাইনেও নিজের ব্যালেন্স জানতে হবে না।
ইপিএফও আপনার জন্য নিয়ে এসেছে বিরাট একটি সুবিধা। একটিমাত্র মিস কল বা এসএমএস থেকেই আপনি নিজের ব্যালেন্স জানতে পারবেন। যদি আপনার ফোনটি স্মার্টফোন না হয় তাহলেও আপনি অতি সহজে এই ব্যালেন্স জানতে পারবেন।
তবে এই সুবিধা পেতে হলে সবার আগে আপনার ইউএএন নম্বরটি সক্রিয় করে রাখতে হবে। সেটিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং প্যান কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। আপনার মোবাইল নম্বরটি আপনার ইউএএন নম্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে।
যদি এই সমস্ত বিষয়টি আপনার করা থাকে তাহলে আপনি নিজের ফোন থেকে ৯৯৬৬০৪৪৪২৫ নম্বরে মিস কল দিতে হবে। দুবার রিং হওয়ার পর নিজে থেকেই কলটি কেটে যাবে। এজন্য আপনাকে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। এরপরই আপনি একটি মেসেজ পাবেন যেখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। এটি সারাদিন ধরেই চালু থাকবে।
তবে যদি এসএমএস থেকে নিজের ব্যালেন্স জানতে চান তাহলে নিজের মোবাইল নম্বর থেকে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে ইপিএফও ইউএএন লিখে পাঠিয়ে দিতে হবে। সেখান থেকেই আপনি নিজের ব্যালেন্স অতি সহজেই জানতে পারবেন।
নিজের ইচ্ছামতো ভাষাতেও আপনি নিজের এসএমএস পেতে পারেন। সেখানে আপনাকে ইপিএফও ইউএএন লিখে নিজের ভাষাটি লিখতে হবে। এটি আপনি হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, কন্নড়, তামিল, মালয়ালম, বাংলা, তেলেগু সহ আরও ভাষাতে জানতে পারবেন।
যাদের ফোনে ইন্টারনেট নেই তারা যাতে এই পরিষেবা জানতে পারেন সেজন্যেই এই সুবিধা চালু করা হয়েছে। তাই পরের বার নিজের ফোন থেকে কল বা এসএমএস করেই আপনি নিজের ব্যালেন্স জানতে পারবেন।
