আজকাল ওয়েবডেস্ক: উত্তরপাড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু! বাড়ির দোতলা থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ।
উত্তরপাড়া স্টেশন রোডে একটি বাড়ির ভিতরে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার খবর পেয়েই আসে উত্তরপাড়া থানার পুলিশ। মৃতের নাম মনোরঞ্জন বসাক (৪৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে উপরের তলায় মনোরঞ্জন থাকতেন। আর নিচের তলায় মনোরঞ্জনের মা, বিবাহিত বোন তাঁর পরিবার নিয়ে থাকতেন। মনোরঞ্জনের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, অবসাদের জেরে নেশা করতেন তিনি। এদিকে, ঘটনার সময় মা এবং বোন নিচের তলায় থাকলেও তাঁরা ঘূণাক্ষরেও কিছু টের পাননি বলে দাবি। দুর্গন্ধ বেরোতে শুক্রবার খোঁজ খোঁজ শুরু হয়। পরিবারের লোকরাই খবর দেয় প্রতিবেশীদের। এরপর মনোরঞ্জনের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় ঘরের মেঝেতে পরে রয়েছে যুবকের মৃতদেহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কীভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
এটা ঘটনা, যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে উত্তরপাড়া অমরনাথ ব্যাঙ্ক কলোনি এলাকায়। পুলিশকে আরও একটি বিষয় ভাবাচ্ছে। এত বড় ঘটনা ঘটে গেলেও নিচের তলায় থাকা পরিবারের বাকি লোকরা কোনও খবর পেলেন না। স্থানীয়দের দাবি, স্ত্রী চলে যাওয়ার পর মনোরঞ্জন আরও নেশা করতেন। সবদিক খতিয়ে দেখছে পুলিশ।
