আজকাল ওয়েবডেস্ক: বালুরঘাটে ডাইনি অপবাদে নারকীয় অত্যাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ, ডাইনি অপবাদ দিয়ে, এক আদিবাসী পরিবারকে গ্রাম ঘুরিয়ে, মারধোর করা হয়েছে। আতঙ্কে ঘরছাড়া দুই মহিলা ও তিন শিশু।
কুসংস্কারের বিষদাঁত এখনো অক্ষত। তীব্র নারকীয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের নওপাড়া এলাকায়। শুক্রবার রাতে ডাইনি অপবাদে এক আদিবাসী পরিবারকে প্রকাশ্য রাস্তায় মারধর করে গোটা গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে একদল উত্তেজিত গ্রামবাসীর বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে ওই পরিবারকে।
স্থানীয় সূত্রে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, বাড়িতে নিয়মিত পুজোপাঠ করতেন ওই পরিবারের সদস্যরা। সেই কারণেই মহিলা এবং তাঁর ছোট মেয়েকে ‘ডাইনি’ তকমা দেয় গ্রামবাসীরা। শুক্রবার রাতে তাঁদের বাড়ি থেকে একপ্রকার টেনে হিঁচড়ে বের করে গ্রাম ঘোরানো হয়। সঙ্গে চলতে থাকে বেধড়ক মারধোর।
ছোট ছোট তিন শিশুও সেই হিংসার হাত থেকে রেহাই পায়নি বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। একই সঙ্গে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী বহু আগেই মারা গিয়েছেন। অভিযোগকারিণীর আশঙ্কা যে কোনও সময়ে তাঁদের প্রানহানি হতে পারে। দ্বারস্থ হয়েছেন পুলিশের। ঘটনা জানিয়ে অনিল কিস্কু, কমলেশ সরেন, রাজু সোরেন, নির্মল হাসদা, মেরি কিস্কু সহ ৭ জনের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
তিনি জানিয়েছেন, ‘এক বছর আগেও এমন ঘটনা ঘটেছিল। সালিশি সভায় মিটমাট হলেও পরিস্থিতি যে আদতে বদলায়নি, তা শুক্রবারের ভয়াবহতা ফের একবার প্রমাণ করল।‘
এদিকে, ঘটনার নেপথ্যে সম্পত্তির জটিলতাও উঠে আসছে। অভিযোগকারিণীর আত্মীয় রবি হাসদার দাবি, পরিবারটি পুরুষহীন হওয়ায় জমি দখলের অভিসন্ধিতেই এমন বর্বরতা চালানো হয়েছে।
